৯ বছরে ১৩ দেশের সর্বোচ্চ সম্মান! জনপ্রিয়তার শীর্ষে মোদি, দেখে নিন পুরষ্কারের তালিকা

বাংলা হান্ট ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিক বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মাত্র ৯ বছরের মধ্যেই ১৩টি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছেন তিনি। ২০১৮ সালে প্যালেস্তাইনের (Palestine)সর্বোচ্চ জাতীয় সম্মান পান মোদি। ২০১৯ সালে কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁস পুরস্কার পান মোদি। দেশের সর্বোচ্চ সম্মানে মোদিকে ভূষিত করেন বাহরাইনের রাজা।

অমুসলিমদের জন্য সৌদি আরবের সর্বোচ্চ সম্মান, অর্ডার অফ আবদুলাজিজ আল সৌদ পেয়েছেন মোদি। ২০১৬ সালে মোদিকে দেশের সর্বোচ্চ সম্মান দেয় আফগানিস্তান। প্রতিবেশী দেশের স্টেট অর্ডার অফ গাজি আমির আমানুল্লা খান সম্মান পান প্রধানমন্ত্রী। ২০১৯ সালে অর্ডার অফ জায়েদ পুরস্কার পান প্রধানমন্ত্রী। এটি সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ সম্মান।

   

২০১৯ সালে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে সেদেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মোদিকে। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল সম্মান পান প্রধানমন্ত্রী। চলতি বছরেই কম্প্যানিয়ন অফ অর্ডার অফ ফিজি সম্মান পান মোদি। প্রধানমন্ত্রীর ফিজি সফরে তাঁকে এই সম্মান দেন ফিজির প্রধানমন্ত্রী।

modi

আমেরিকার লিজিয়ন অফ মেরিট সম্মান পেলেও এই পুরস্কার নিতে যেতে মার্কিন মুলুকে যেতে পারেননি মোদি। ২০২১ সালে ভুটানের ড্রুক গ্যালপো সম্মান পান মোদি। বিদেশিদের জন্য মালদ্বীপের সর্বোচ্চ সম্মানও পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাপুয়া নিউ গিনি সফরে গিয়েও সেদেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। চলতি বছরেই এই সম্মান পেয়েছেন মোদি।

দেখে নেওয়া যাক তালিকা :

১) সদ্য প্রাপ্ত  ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মান ২) পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কোম্পানিয়ন অফ দ্যা অর্ডার অফ লোগোঘু’ ৩)কোম্পানিয়ন অফ দ্যা অর্ডার অফ ফিজি ৪) ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্যা ডুক গ্যালপো’ ৫) মার্কিন পুরস্কার ‘লিজিয়ন অফ মেরিট’ ৬) বাহরিনের বিশেষ সম্মান ‘কিং হামাদ অর্ডার অফ দ্যা রেনাইসেন্স’ ৭) মালদ্বীপের বিশেষ পুরস্কার ‘অর্ডার অফ দ্যা ডিস্টিংউইসড রুল অফ নিশান ইজউদ্দিন’ ৮) রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাওয়ার্ড’ ৯) আরব আমিরাশাহীর সম্মান ‘অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড’ ১০) ফিলিস্তিনের সম্মান ‘গ্র্যান্ড কলার অফ দ্যা স্টেট অফ প্যালেস্টাইনে অ্যাওয়ার্ড’ ১১) আফগানিস্তানের সর্বোচ্চ সম্মান ‘স্টেট অর্ডার অফ ঘাজি আমির আমানুল্লাহ খান’ ১২) সৌদি আরবের সম্মান ‘অর্ডার অফ আব্দুলাজিজ আল সাউদ’ ১৩) পালাউ প্রজাতন্ত্র কর্তৃক ‘ইবাকল পুরস্কার’।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর