“মোদী ৩.০”-তেই রাজধানীতে পালাবদল! দিল্লি জয় করে আপ্লুত নমো, দিলেন বিশেষ “গ্যারান্টি”

বাংলাহান্ট ডেস্ক : তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়েই ইতিহাস গড়ার পথে নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরপর দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয় বারে রাজধানী জয় করল ভারতীয় জনতা পার্টি। দিল্লি বিধানসভার ভোট গণনার প্রাথমিক প্রবণতা স্পষ্ট হতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপির জয় স্পষ্ট হতেই দিল্লিবাসীর উদ্দেশে ‘বিশেষ’ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বার দিল্লি জয় মোদীর (Narendra Modi)

২০২৫ এর দিল্লি বিধানসভা ভোটকে পাখির চোখ করে রেখেছিল বিজেপি। আম আদমি পার্টির থেকে রাজধানী ছিনিয়ে নিতে কোনো কসুর বাকি রাখেনি গেরুয়া শিবির। ফলও এসেছে তাদের অনুকূলেই। ভোট গণনার শুরু থেকেই বিজেপিকে এগিয়ে থাকতে দেখা গিয়েছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আপের থেকে বেড়েছে ব্যবধান। আর তারপর জয় স্পষ্ট হতেই বার্তা দিলেন মোদী (Narendra Modi)।

Narendra modi addressed delhi people after win

কী বললেন নমো: প্রধানমন্ত্রীর বার্তায় স্পষ্ট উচ্ছ্বাস। তিনি লিখেছেন, ‘জনশক্তি সবার উপরে। উন্নয়নের জয়, ভালো শাসনের জয়’। এরপরেই দিল্লি বাসীর উদ্দেশে প্রণাম জানিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। লিখেছেন, এই আশীর্বাদ পেয়ে তাঁরা ধন্য। দিল্লির উন্নয়নে কোনো ফাঁক থাকবে না, সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। এমনটাই ‘গ্যারান্টি’ দিয়েছেন মোদী (Narendra Modi)। পাশাপাশি বিজেপির কর্মীদেরও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরো পড়ুন : হাতে সিনেমা-সিরিজের কাজ নেই, ২ বছর পর সিরিয়ালে ফিরছেন জলসার নায়িকা!

দুবার হয়েছেন ব্যর্থ: উল্লেখ্য, এর আগে ২০১৪ এবং ২০১৯ এর জয়ের পরের বছরেই দিল্লি বিধানসভা ভোটে হারের মুখ দেখেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi) তথা বিজেপি। ২০১৯ এ লোকসভায় আরো বেশি সংখ্যক আসন দখলে রাখলেও ২০২০ তে আপের সামনে টিকতে পারেনি গেরুয়া শিবির। কিন্তু ২০২৫ ব্যতিক্রম।

আরো পড়ুন : অরিজিৎ-প্রীতম থেকে গৌরব তপাদার, জাতীয় স্তরে বাঙালির জয়, বিরাট চমক দিল ২০২৪ এর রিপোর্ট

২৪-এ লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। কেন্দ্রে এনডিএ সরকার গড়েছে, তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। আর এবারেই প্রথম বার দিল্লি জয় করলেন তিনি। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাজধানীতে গেরুয়া পতাকা উড়ল। আতিশি মারলেনা ছাড়া আর কোনো আপ নেতাই টিকে থাকতে পারেনি বিজেপির সামনে। কার্যত গেরুয়া ঝড় বয়ে গিয়েছে দিল্লিতে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর