বাড়ি থেকে গাড়ি করে বের হলেন তৃণমূলের সাংসদ, মোদীর সভায় যাচ্ছেন কি না সেটা নিয়ে ধোঁয়াশা

বাংলা হান্ট ডেস্কঃ আজ ফের নির্বাচনী প্রচারে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে তিনি বাঁকুড়ার একটি সভা করেছিলেন, সেখান থেকে রাজ্যের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাতে নিয়ে একের পর এক আক্রমণ করে গিয়েছিলেন তিনি। আর আজ আবার সেই আক্রমণ আরও তীব্র করতে রাজ্যে নির্বাচনী প্রচারে মোদী।

আজ অধিকারী পরিবারের গড় কাঁথি একটি জনসভা করবেন নরেন্দ্র মোদী। এর আগে পূর্ব মেদিনীপুরের এগরায় জনসভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনের অমিত শাহের ওই সভায় তৃণমূলের সাংসদ শিশির অধিকারী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজও তৃণমূলের এক সাংসদকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনার সৃষ্টি হয়েছে।

তৃণমূলের ওই সাংসদ হলেন অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারী। কিছুদিন ধরেই ওনার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ছড়িয়েছে। আর আজ কাঁথিতে নরেন্দ্র মোদীর সভার আগে উনি গাড়ি করে বাড়ি থেকে বের হয়েছেন। কিন্তু ওনার গন্তব্য কোথায় সেটা নিয়ে তিনি মুখ খুলতে রাজি হননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি শুধু এটাই বলেছেন দেখতে পারবেন একটু পরেই।


Koushik Dutta

সম্পর্কিত খবর