মহারাষ্ট্র নিয়ে অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রে সরকার গঠন করল বিজেপি। টানা একমাসের টানাপড়েনের পর অবশেষে এনসিপিও বিজেপির সমঝোতায় জোট গড়ে সরকার গঠন করল বিজেপি। তাই আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের রাশ উঠল বিজেপির হাতে।যদিও শুক্রবার সন্ধ্যা অবধি শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন এমনটাই ঠিক ছিল। এমনকি কংগ্রেস, এনসিপি, শিবসেনার সঙ্গে বৈঠকের পর শরদ পাওয়ার জানিয়েই দিয়েছিলেন যে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ভব ঠাকরে।WhatsApp Image 2019 11 23 at 09.39.09 1

এমনকি হাই প্রোফাইল মিটিং-এর পর বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছিলেন শিবসেনা প্রধান। তাই একপ্রকার শিবসেনার তরফে মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ধরে নেওয়া হয়েছিল। তবে সাত সকালে হঠাত্ই মাস্টারস্ট্রোক দিয়ে দিয়েদিলেন দেবেন্দ্রফড়নবীশ, রাজভাবনে গিয়ে মুখ্যমন্ত্রীত্ব পদের শপথ নেন তিনি।

এবং ডেপুটি মুখ্যমন্ত্রীত্ব পদে শপথ গ্রহণ করলেন অজিত পাওয়ার। তবে দেবেন্দ্র ফড়নবীশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর প্রতিক্রিয়া দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদী।ট্যুইট করে মোদী জানান, দেবেন্দ্র ফড়নবীশ এবং অজিত পাওয়ার যথাক্রমে মুখ্যমন্ত্রী এবং ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী করেছেন, মহারাষ্ট্রের ভবিষ্যত উজ্বল করতে তাঁরা কাজ করবেন।

অন্যদিকে, অমিত শাহ জানান, আমার বিশ্বাস, উন্নয়ন এবং কল্যানের স্বার্থে মহারাষ্ট্রে সরকার তৈরি হবে, উন্নয়নের মানদণ্ড স্থাপিত হবে মহারাষ্ট্রেই। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর অজিত পাওয়ার পাওয়ারকে ধন্যবাদ জানান দেবেন্দ্র ফড়নবীশ।

যে শরদ পাওয়ার শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ দিতে আগ্রহী ছিল সেই শরদ পাওয়ারের ভাইপো অজিত পওয়ার শপথ নিলেন ডেপুটি মুখ্যমন্ত্রী পদে। জানা গিয়েছে এনসিপির হাত ধরেই বিজেপি নাকি রাতারাতি সরকার গঠনের সিদ্ধান্ত নেয় আর রাজ্যপালের কাছে প্রস্তাব রাখা মাত্রই গৃহীত হয়ে যায় যার জেরে দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রে সরকার গঠন করেছে বিজেপি সরকার।

 

 

সম্পর্কিত খবর