‘ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে…’ এবার বিশ্ব মঞ্চেও দেখা গেল ‘মোদি ম্যাজিক’

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এবছরের বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডে। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই থাইল্যান্ড উড়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। থাইল্যান্ডের মাটিতে পা রাখতেই ‘রামাকিয়েন’ প্রদর্শনের মাধ্যমে স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। থাইল্যান্ডের জাতীয় মহাকাব্য এবং থাই সাহিত্যের অন্যতম জনপ্রিয় একটি দিক ‘রামাকিয়েন’।

বিশ্ব মঞ্চে মোদি (Narendra Modi) ম্যাজিক

তবে এই প্রথম নয়, এর আগেও বিশ্বের একাধিক দেশে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) আগমনে বিশেষভাবে প্রদর্শিত হয়েছে ভারতীয় সংস্কৃতির নানা ঝলক। বিদেশের মাটিতে ভারতের সনাতনী ঐতিহ্য তুলে ধরতে কখনও পিছপা হননি মোদি। গত মার্চে মরিশাস সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনার মুখোমুখি হন প্রধানমন্ত্রী। দুই দেশের ঐতিহাসিক পরম্পরা মনে রেখে মোদি পৌঁছে যান গঙ্গা তালা চাক্ষুষ করতে।

আরও পড়ুন : এবার জমবে উইকেন্ড, ফুলেরার নতুন গল্প নিয়ে ফিরছেন ‘সচিবজি’, প্রকাশ্যে পঞ্চায়েত সিজন ৪ এর দিনক্ষণ

এমনকি ভারত ও মরিশাসের আধ্যাত্বিক ঐক্যের প্রতীক হিসাবে ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল উৎসর্গ করেন গঙ্গা তালার উদ্দেশ্যে। গত বছর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) স্বাগত জানায় পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে। ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে রামায়ণের একটি নাটক দেখতেও উপস্থিত হয়েছিলেন মোদি।

আরও পড়ুন : ট্রেন্ডে ভাসা যাবে না, ‘জিবলি’ ছবিতে নিষেধাজ্ঞা জারি এই মুসলিমপ্রধান দেশে

গত নভেম্বর মাসে শিশুদের রাম ভজন এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকে বরণ করে নেয় লাতিন আমেরিকার আরেক দেশ গায়ানা। গত বছর অক্টোবর মাসে প্রধানমন্ত্রী মোদি যান রাশিয়া সফরে। সেই সময়ে রাশিয়ান নাগরিকদের কৃষ্ণ ভজন অভিভূত করেছিল মোদিকে। গায়ত্রী মন্ত্রের ধ্বনির মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছিলেন লাওসের নাগরিকরা।

আবার ২০২১ সালে রোমান সম্প্রদায়ভুক্তরা শিব মন্ত্র উচ্চারণ করে স্বাগত জানান ভারতের (India) প্রধানমন্ত্রীকে। এমনকি গত বছর কুয়েত সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাক্ষাৎ করেন দুই কুয়েতি নাগরিকের সাথে যাঁরা মহাভারত এবং রামায়ণের আরবি সংস্করণ অনুবাদ এবং প্রকাশের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছেন।

Narendra Modi and Indian religious heritage

গত কয়েক বছর প্রধানমন্ত্রী বিশ্বের যে যে দেশে গিয়েছেন, সেখানেই দেখা গিয়েছে ভারতীয় ঐতিহ্য-সংস্কৃতির নানান ঝলক। ভারতের সনাতনী ইতিহাসের বার্তা বিলি করে বিদেশের মাটিতে গৌরব বাড়িয়েছেন দেশের। প্রধানমন্ত্রীকে নিজেদের মধ্যে পেয়ে প্রবাসী ভারতীয়রাও যেন ফিরে পেয়েছেন বিস্মৃত হতে চলা সনাতনী ঐতিহ্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X