সৌজন্য বৈঠকে মোদী-মমতা: করোনা টিকা থেকে বাংলার নাম পরিবর্তন, সব বিষয়েই হল আলোচনা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার ক্ষমতায় তৃতীয় বার আসার পর এই প্রথমবার দিল্লী সফরে গিয়েছেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সঙ্গে। মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক চলে দুজনের মধ্যে।

দুজনের মধ্যেকার এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে এই একান্ত বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবীও তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা টিকাকরণ থেকে বাংলার নাম পরিবর্তন, বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সব বিষয়ে সফলতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী- এমনটাও জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বাংলার নির্বাচনে মানুষের আশীর্বাদ পেয়েছি। তবে তারপর থেকে আর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় করে উঠতে পারিনি। ইয়াস পরবর্তীতে কলাইকুণ্ডায় একান্ত বৈঠকেরও কোন সুযোগ ছিল না সেই সময়। তাই প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছিলাম। নির্বাচনের পর সাংবিধানিক রীতি মেনে এটা একটা সৌজন্য বৈঠক ছিল’।

সঙ্গে আরও জানান, ‘বাংলার নাম পরিবর্তন থেকে বাংলার প্রকল্প- সব বিষয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি সবকিছুই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে করোনা আবহে টিকা ও ওষুধ নিয়েও আলোচনা হয়েছে। আমরা চাই, অন্যান্য সমস্ত রাজ্যও টিকা ও ওষুধ পাক। তবে আমদের এখানে জনসংখ্যার তুলনায় অনেক কম পাচ্ছি। চাইছি যেন তৃতীয় ঢেউ আসার আগেই, রাজ্যের সকলের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাক’।

সম্পর্কিত খবর

X