নমোর সঙ্গে নাদেলার সাক্ষাৎ! নতুন বছরেই নয়া বিনিয়োগ ভারতে? Microsoft-এর CEO যা বললেন….

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছর পড়তেই দেশের (India) উন্নতির স্বার্থে নয়া পরিকল্পনা শুরু করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মুখোমুখি বৈঠক সারলেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলার (Satya Nadella) সঙ্গেও। ইতিমধ্যেই অবশ্য ভারতীয় বংশোদ্ভূত এই মাইক্রোসফট প্রধানের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নমোর সঙ্গে তার সাক্ষাতের ছবিটিও তুলে ধরা হয়েছে।

ভারতে (India) নমোর সঙ্গে নাদেলার সাক্ষাৎ

শুধু তাই নয়, নাদেলার পোস্টটিকে আবার রিপোর্ট করে সেখানে জবাবও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি থেকে শুরু করে এআই- এই সবকিছুই ছিল নাদেলা ও নরেন্দ্র মোদির আলোচনার বিষয়বস্তু। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে সারাবিশ্বে প্রভাব ফেলছে এআই, তাতে এআই-কে সঙ্গী করে এগিয়ে যাওয়ারই পক্ষপাতী নমো।

Narendra Modi and Satya Nadella meeting in India

সেইদিক থেকে দেখলে, প্রধানমন্ত্রীর সঙ্গে Microsoft সিইও’র বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদি অবশ্য পারপ্লেক্সিটি এআই-এর সিইও অরবিন্দ শ্রীনিবাসের সঙ্গেও দেখা করেছিলেন। তবে শুধুমাত্র নরেন্দ্র মোদিই নয়, কয়েকদিন আগেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল সত্য নাদেলার।

আরোও পড়ুন : ১০০০ নয়! এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৯০০০ টাকা! নূন্যতম পেনশন নিয়ে নয়া আপডেট

এবার ভারতের (India) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই ‘বিশেষ পোস্ট’ করে জানিয়ে দিলেন, ‘তাঁর নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রথম সারির দেশ করে তুলতে একসঙ্গে কাজ করে চলব। এবং এটা নিশ্চিত করতে চাই, যাতে প্রত্যেক ভারতীয় যাতে এআই প্ল্যাটফর্মের সুবিধা পেতে পারেন।’

দিন কয়েক আগেও কেন্দ্রের ‘ডিজিটাল ভারত’ উদ্যোগের প্রশংসাও শোনা যায় সত্য নাদেলার মুখে। এবার সত্যর পোস্টের পরিপ্রেক্ষিতে মোদি নিজের পোস্টে লেখেন, ‘আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিঃসন্দেহে আনন্দ পেয়েছি। ভারতে মাইক্রোসফটের বিনিয়োগের পরিকল্পনা জেনে খুশি। প্রযুক্তি, এআই-সহ বিভিন্ন বিষয়ে চমৎকার আলোচনা হয়েছে।’

আরোও পড়ুন : বাতিল হয়ে গেল সব সার্টিফিকেট? OBC মামলায় কী রায় দিল সুপ্রিম কোর্ট? পরবর্তী শুনানি এই দিন

এদিকে, মুখে ভারতে বিনিয়োগ (Investment) বৃদ্ধির কথা বললেও মাইক্রোসফট সম্প্রতি আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে বলেই সূত্রের খবর। এক অভ্যন্তরীণ নোটিশের মাধ্যমে সত্য নাদেলা নাকি এই নিয়ে বলেছেন, ‘কোভিডের সময় গ্রাহকেরা ব্যয়ের পরিমাণ বাড়িয়েছিলেন। তবে এখন মানুষ ‘সতর্কতার নীতি’ অনুসরণ করছে। বিশ্বের অনেক অংশে মন্দা চলছে। অনেক জায়গায় মন্দা আসন্ন।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর