বাংলায় বন্যা দুর্গতদের পাশে মোদী সরকার, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ বন্যা পরিস্থিতিতে নাজেহাল বাংলা (west bengal)। বুধবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। খোঁজ নেন বন্যা বিধ্বস্ত বাংলার বর্তমান পরিস্থিতির। এরপরই বাংলায় বন্যায় নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বেশকিছু এলাকা। তারউপর বাঁধের জলোচ্ছ্বাসের কারণে ভেসে গিয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রাম। প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘর ছাড়া বহু মানুষ। সমস্যা দেখা দিয়েছে খাবার, পানীয় জলের ক্ষেত্রে। সব মিলিয়ে বন্যা বিধ্বস্ত বাংলার পরিস্থিতি সারেজমিনে খতিয়ে দেখতে বুধবার একাধিক এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

bvbbhvb

প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন। এলাকা পরিদর্শনে গিয়ে DVC-র ওপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এমনকি প্রধানমন্ত্রী ফোনে বন্যা পরিস্থিতি জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, ‘DVC প্রচুর জল ছাড়ার ফলে ভেসে গিয়েছে কয়েকটি গ্রাম। এটা ম্যান মেড বন্যা’।

মুখ্যমন্ত্রীর থেকে খবর নেওয়ার মধ্যেই প্রধানমন্ত্রীর দফতর থেকে বাংলায় বন্যায় নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়। বলা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে নিহত ব্যক্তিদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং জখম ব্যক্তিদের মাথা পিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

জানা গিয়েছে, এই বন্যার জেরে বাংলায় এখনও পর্যন্ত ২৩ জন প্রাণ হারিয়েছেন। জলে ডুবে গিয়েছেন ৭ জন, দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন ৬ জন, বাজ পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের, বিদ্যুৎপৃষ্ঠ হয়েছেন ২ জন এবং ধসে চাপা পড়েছেন ২ জন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর