‘এক বিশ্ব, এক স্বাস্থ্যের পথ দেখাবে ভারত’, নতুন যুগের M Yoga অ্যাপ চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day 2021) ভোর সাড়ে ৬টায় ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বর্তমান করোনা আবহে শারীরিক সুস্থতার পাশাপাশি মনের জোরও প্রয়োজন। তাই যোগব্যায়ামের মাধ্যমেই মনের জোর বাড়িয়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী।

যোগ দিবসের সকালেই সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘করোনা মহামারির মধ্যে যোগচর্চার উপকারীতা প্রমাণ হয়েছে আরও একবার। করোনা থেকে সেরে উঠতেও, এই পদ্ধতি প্রয়োগের গবেষণা করা হচ্ছে। এই সময় বহু মানুষের যোগাসনের প্রতি উৎসাহ ও প্রেম বেড়েছে। যার ফলে জীবনে সহন ও অনুশাসন আনার চেষ্টা করে অনেক যোগী তৈরি হয়েছে এই সময়। অনেক চিকিৎসক ও প্রথম সারির যোদ্ধাও এই যোগব্যায়ামের মাধ্যমেই নিজেদের ও রোগীদের চিকিৎসা করেছেন’।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মনোবল বাড়াতেও ওষুধের মত কাজ করে যোগচর্চা। মনকে শান্ত রাখতেও যোগচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই করোনা আবহের মধ্যেও অনেক স্কুলে অনলাইন ক্লাস শুরুর আগে পড়ুয়াদেরকে ১৫ মিনিট যোগচর্চা করানো হয়। যোগব্যায়ামের মাধ্যমেই সুস্থ, সবল এবং লম্বা জীবনের অধিকারী হওয়া যায়। শারীরিক এবং মানসিক- করোনাকালে দুই স্বাস্থ্যকে রক্ষা করে, সকল সমস্যার সমাধান করে মানুষকে রক্ষা করে যোগাসন’।

পাশাপাশি এদিন M YOGA অ্যাপ চালু করার প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জ (United Nations) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে যৌথ উদ্যোগে যোগাসনের জন্য ভারতে M YOGA অ্যাপ চালু করা হবে। যাবতীয় নিয়মাবলী ও পরামর্শের সঙ্গে যোগব্যায়াম প্রশিক্ষণের ভিডিও থাকবে এই অ্যাপে। যার ফলেই ‘এক দেশ, এক স্বাস্থ্য’ (One Nation One Health) পরিষেবার পথ সুগম হবে।

X