বাংলাহান্ট ডেস্ক : প্রতি মাসে একবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে দেশবাসীকে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সঙ্গে ভাগ করে নেন নিজের মতামত, অভিজ্ঞতা। রবিবার, ২৪ শে নভেম্বর এনসিসি ডে উপলক্ষে মন কি বাত অনুষ্ঠানে পুরনো স্মৃতি রোমন্থন করে আবেগঘন হয়ে পড়েন মোদী (Narendra Modi)। তিনি নিজেও এনসিসি ক্যাডেট থেকেছেন। সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দেন নমো।
মন কি বাত-এ এনসিসি ক্যাডেট নিয়ে বক্তব্য মোদীর (Narendra Modi)
মন কি বাত এর ১১৬ তম পর্বে এদিন নিজের এনসিসি ক্যাডেটের দিনগুলি মনে করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, “আজকের দিনটা বিশেষ। আজ এনসিসি দিবস। এনসিসি নামটা শুনলেই স্কুল কলেজের দিনগুলো মনে পড়ে যায়। আমি নিজেও এনসিসি ক্যাডেট ছিলাম। তাই আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, যে অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম তা আমার কাছে অমূল্য। এনসিসি তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং বোধকে ছড়িয়ে দেয়।’ তরুণ প্রজন্মকে এনসিসিতে যোগ দেওয়ার আহ্বানও জানান নরেন্দ্র মোদী (Narendra Modi)।
স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বড় ঘোষণা: এদিন মন কি বাত অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে কথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তিনি ঘোষণা করেন, আগামী বছর ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস বিশেষ ধুমধাম করে পালন করা হবে। আর এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে বিকশিত ভারত ইয়াং লিডারস ডায়ালগ অনুষ্ঠান। তরুণ প্রজন্মের মধ্যে থেকে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এমন প্রতিভাদের রাজনীতির সঙ্গে যুক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আগামী ১১-১২ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান।
আরো পড়ুন : বয়সে ঢের বড় ‘দিদিমণি’র সঙ্গে প্রেম! সপ্তর্ষির সঙ্গে ১১ বছরের দাম্পত্য, সোহিনীর প্রথম স্বামীর পরিচয় জানেন?
গায়না সফর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী: এদিনের মন কি বাত অনুষ্ঠানে গায়না সফরের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে। গায়নার প্রধানমন্ত্রী ইরফান আলির পাশাপাশি সেই দেশের প্রবাসী ভারতীয়দেরও প্রশংসা করেন তিনি। মোদী (Narendra Modi) বলেন, ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গায়নাতেও রয়েছে এক ‘মিনি ভারত’। সেখানকার প্রবাসী ভারতীয়রা যেভাবে দেশীয় সংষ্কৃতি বজায় রেখেছেন তাতে মুগ্ধ নরেন্দ্র মোদী।
আরো পড়ুন : গায়ের রঙের জন্য শুনতে হয় ‘কালি বিল্লি’ কটাক্ষ, বিপাশাকে চড় মারতেও ছাড়েননি করিনা! কারণটা জানেন?
এদিন ডিজিটাল লাইফ সার্টিফিকেটের প্রসঙ্গও তোলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০১৪ সাল পর্যন্ত পেনশনভোগী বয়স্ক ব্যক্তিদের ব্যাঙ্কে গিয়ে জমা করতে হত লাইফ সার্টিফিকেট। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। বয়স্কদের আর ব্যাঙ্কে যেতে হয় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।