এবার নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে নির্বাচিত হলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবথেকে শ্রদ্ধেয় মানুষ হিসেবে নির্বাচিত হলেন। ব্রিটেনের একটি ইন্টারনেট মার্কেট রিসার্চ ও ডেটা অ্যানালিসিস সংস্থা YouGov এর একটি সমীক্ষায় এই পরিসংখ্যান উঠে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাড়া এই তালিকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর শিল্পপতি রতন টাটার নাম আছে। এছাড়াও এই তালিকায় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, আমেরিকার ব্যাবসায়ি তথা মাইক্রোসফটের সংস্থাপক বিল গেটস, বলিউডের মহানায়ক অমিতাভ বচ্চন আর দিজ্ঞজ ক্রিকেটার সচিন তেন্দুলকরের নাম আছে।

আমেরিকার ব্যাবসায়ি বেল গেটসকে বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। আরেকদিকে হলিউড অ্যাকট্রেস অ্যাঞ্জেলিনা জলির যায়গায় আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাম ওবামার স্ত্রী মিশেল ওবামাকে বিশ্বের সবথেকে জনপ্রিয় মহিলা হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওই লিস্টের তৃতীয় এবং চতুর্থ স্থানে অভিনেতা জ্যাকি চ্যান আর চীনের রাষ্ট্রপতি জিনপিং এর নাম আছে।লিস্টে মিশেল ওবামার পর আমেরিকার টক শোয়ের হোস্ট অপরা উইনফ্রে, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি, ব্রিটেনের মহারানী এলিজাবেথ দ্বিতীয়, হ্যারি পটারের ফ্র্যানচাইজি থেকে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী এম্মা ওয়াটসন।

গত বছরের সেপ্টেম্বর মাসে এই তালিকার প্রসেস শুরু করা হয়েছিল। ৪১ দেশে করা YouGov সংস্থার সমীক্ষায় সবাইকে অনলাইনে অংশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। এই তালিকায় বিশ্বের দশ জন মহিলা ও দশ জন পুরুষের নাম দেওয়া  হয়েছিল।

প্রসঙ্গত বিগত ছয় মাসে প্রধানমন্ত্রী নরেন্দে মোদীকে অনেক শীর্ষ সন্মান দিয়ে সন্মানিত করা হয়েছে। এগুলোর মধ্যে রাশিয়ার সর্বোচ্চ সন্মান ‘St Andrew The Apostle” সন্মামও যুক্ত আছে। দুই দেশের বন্ধুত্ব এবং ব্যাবসায়িক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সন্মান দিয়েছিল রাশিয়া।

সম্পর্কিত খবর