বাংলা হান্ট ডেস্ক: গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও। আর প্রত্যেকবারের মত এবারও প্রজাতন্ত্র দিবসে পোশাক দিয়েই সকলের নজর কেড়েছেন মোদীজি। অন্যান্য বছরের তুলনায় তাঁর এবছরের পোশাকে দেখা গিয়েছে বিশেষ ঝলক।
প্রজাতন্ত্র দিবসে নজর কাড়লেন নরেন্দ্র মোদী (Narendra Modi):
এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তিনি বাদামী রঙয়ের বন্ধ গলা জ্যাকেট পরিধান করেছিলেন। সেই সাথে মাথায় ছিল লাল হলুদ ডোরাকাটা পাগড়ি। হলুদ রঙের ছটা যেন পাগড়ির রূপ কয়েকগুণ বাড়িয়ে দেয়। বলা যায়, মোদীর পোশাক পরিচ্ছদের মধ্যে পাগড়িই সকলের দৃষ্টি আকর্ষণ করে।
এই পাগড়ির বিশেষত্ব কি: বিগত প্রজাতন্ত্র দিবস গুলিতেও নরেন্দ্র মোদীর (Narendra Modi) পাগড়ির মধ্যে স্বতন্ত্রের চিত্র দেখা গিয়েছে। প্রজাতন্ত্র দিবস থেকে শুরু করে স্বাধীনতা দিবসে তিনি ভারতের ঐতিহ্য বহন করে এমনই পোশাক পরিধান করে উপস্থিত হন। আর এবছর প্রজাতন্ত্র দিবসের দিন তিনি যে পোশাকটি পরিধান করেছিলেন তাতে ঐতিহ্য এবং আধুনিকতার নিখুঁত মিশ্রণ ছিল। এমনকি তিনি এদিন নিজের পোশাকের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার প্রচেষ্টা করেন।
আরও পড়ুন: চিকিৎসকদের মাথায় বাজ! এবার বড় নির্দেশ দিয়ে দিল স্বাস্থ্যদপ্তর
প্রধানমন্ত্রীর পোশাকের ধরন: প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) পোশাকের ধরন সর্বদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে তাঁর পাগড়ি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। গতবছর অর্থাৎ ২০২৪-এ মোদীজির পরনে দেখা গিয়েছে “বন্ধনী” প্রিন্ট পাগড়ি। যা গুজরাট এবং রাজস্থানের একটি ঐতিহ্যবাহী টাই-ডাই শিল্পকে তুলে ধরে। শুধু তাই নয়, ২০২৩ সালে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী একটি প্রাণবন্ত রাজস্থানী পাগড়ি পরেছিলেন। আবার ২০২২ সালে, তিনি ব্রহ্মকমল-অনুপ্রাণিত ব্রোচ সহ একটি ঐতিহ্যবাহী টুপি পরেছিলেন। উত্তরাখণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঐতিহ্যবাহী টুপি পরিধান করেন তিনি। বলা যায়, প্রত্যেক বছর তিনি যে পাগড়ি পরিধান করেন তাতে ভারতের ঐতিহ্য প্রদর্শন করে থাকেন।
Happy Republic Day.
Today, we celebrate 75 glorious years of being a Republic. We bow to all the great women and men who made our Constitution and ensured that our journey is rooted in democracy, dignity and unity. May this occasion strengthen our efforts towards preserving the…
— Narendra Modi (@narendramodi) January 26, 2025
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “শুভ প্রজাতন্ত্র দিবস। আমাদের সংবিধান রচনাকারী এবং আমাদের যাত্রা গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার জন্য সকল মহান নারী-পুরুষদের প্রতি শ্রদ্ধা জানাই। এই উপলক্ষ্যটি আমাদের সংবিধানের আদর্শ সংরক্ষণ এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ার প্রচেষ্টাকে শক্তিশালী করুক।”