প্রচার শেষে কথা রাখলেন প্রধানমন্ত্রী! কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে শুরু ৪৫ ঘন্টার “ধ্যান”

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচার সম্পন্ন হতেই বৃহস্পতিবার অর্থাৎ ৩০ মে কন্যাকুমারীর (Kanyakumari) বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়ালে দীর্ঘ ৪৫ ঘন্টার ধ্যান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সন্ধ্যে নাগাদ শহরে পৌঁছে প্রথমে ভগবতী আম্মান মন্দিরে পুজো দেন এবং তারপরে তিনি পৌঁছে যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ১ জুন সন্ধ্যে পর্যন্ত ধ্যান মন্ডপমে ধ্যান করবেন। এটা হল সেই স্থান যেখানে স্বামী বিবেকানন্দ “ভারতমাতা” সম্পর্কে ঐশ্বরিক দর্শন পেয়েছিলেন। এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সমগ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, মোদীর অবস্থানকালে সেখানে ২,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এর পাশাপাশি, ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং ভারতীয় নৌসেনাও কড়া নজরদারি চালাচ্ছে। বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত সেখানকার সৈকত পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং ব্যক্তিগত নৌকোগুলির ক্ষেত্রে ফেরি করার অনুমতি দেওয়া হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালে নির্বাচনী প্রচারের শেষে প্রধানমন্ত্রী ঠিক একই রকম বিরতি নিয়েছিলেন। সেই সময়ে তিনি প্রতাপ গড়ে সফর করেছিলেন। যেখানে শিবাজীর নেতৃত্বে মারাঠা বাহিনী এবং জেনারেল আফজাল খানের নেতৃত্বে বিজাপুর সৈন্যদের মধ্যে লড়াই হয়েছিল।

আরও পড়ুন: এতদিন শুধু ছিল আমেরিকার কাছে, এবার তা হবে ভারতেরও! চলছে “সিক্রেট মিশন”-এর প্রস্তুতি

পাশাপাশি, ২০১৯ সালে তিনি কেদারনাথের একটি বিশেষ গুহায় ধ্যান করেছিলেন। এদিকে, বিবেকানন্দ রক মেমোরিয়ালে মোদীর সফর এবং ধ্যানের বিষয়টির বিরোধিতা করেছে কংগ্রেস। তারা জানিয়েছে, প্রধানমন্ত্রী কন্যাকুমারীতে ধ্যানের জন্য করা সফরের মাধ্যমে নির্বাচনী বিধিনিষেধকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি তারা এটাও দাবি করেছে যে, নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে এই বিষয়টি যেন মিডিয়া দ্বারা প্রচারিত করা না হয়। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ছিলেন ওয়েটার, আজ ধনকুবের! আম্বানি-আদানির চিন্তা বাড়িয়ে ধনীদের তালিকায় চমক দেখালেন ব্যক্তি

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর প্রধানমন্ত্রীর ধ্যান সংক্রান্ত বিষয়টিকে নির্বাচনের আদর্শ আচরণ বিধির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, “আপনি (প্রধানমন্ত্রী মোদী) হয় এভাবে প্রচার চালাচ্ছেন অথবা নতুন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রচার করছেন।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর