এই বিশেষ যোজনায় লাভই লাভ! ৫০০-১০০০ নয়, মিলছে এত্ত টাকা! কিভাবে পাবেন আপনি?

বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্প্রতি উদ্বোধন করেছেন বিমা সখী যোজনার (Bima Sakhi Yojana)। এই যোজনার অধীনে বিপুল পরিমাণ লাভ পেতে চলেছেন মহিলারা (Women) । ৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বয়ং উদ্বোধন করেন বিমা সখী যোজনার।

নরেন্দ্র মোদির (Narendra Modi) বিমা সখী যোজনার উদ্বোধন 

গ্রামীণ ও শহরের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই প্রকল্প। আর্থিকভাবে সাহায্য করে মহিলাদের কর্মসংস্থানের দিশা দেখানোই লক্ষ্য এই যোজনার। প্রাথমিকভাবে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার (Central Government) ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

Lakshmir Bhandar

 

আগামী তিন বছর ধরে ২ লক্ষ মহিলাকে এই প্রকল্পের অধীনে এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেবে এলআইসি (LIC)। পলিসি বিক্রি সংক্রান্ত বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। এই প্রকল্পে প্রতিমাসে উপবৃত্তি প্রদান করা হবে মহিলাদের। প্রথম বছর প্রতি মাসে ৭০০০, দ্বিতীয় বছর প্রতি মাসে ৬০০০ ও তৃতীয় বছর প্রতি মাসে ৫০০০ টাকা করে উপবৃত্তি পাবেন মহিলারা। এছাড়াও থাকছে কমিশন ও অন্যান্য সুবিধা।

আরোও পড়ুন : সমুদ্র ভ্রমণে এসে দৈত্যাকার হাঙরের পিঠে চড়ে বসলেন ব্যক্তি, কাণ্ড দেখে শোরগোল নেটপাড়ায়!

আবেদন পদ্ধতি:  লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এলআইসি) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।  “Apply for Bima Sakhi” -এ ক্লিক পূরণ করতে হবে আবেদন পত্র। নথি হিসেবে আপলোড করতে হবে আধার কার্ড, ঠিকানার প্রমাণ, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (দশম পাস), পাসপোর্ট সাইজ ছবি।

Narendra Modi

আবেদনের যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ৭০বছর বয়সী হতে হবে। শুধুমাত্র মহিলারাই আবেদনের যোগ্য। আবেদনকারীকে অবশ্যই নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আপাতত হরিয়ানার বাসিন্দা হলেই এই প্রকল্পে নাম লেখানো যাবে। শীঘ্রই দেশের অন্যান্য প্রান্তেও শুরু হবে এই যোজনা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর