বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মহারাষ্ট্রের পুনে পৌঁছেছেন, সেখানে তিনি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেন। মোট 32.2 কিলোমিটার পুনে মেট্রো রেল প্রকল্পের 12 কিলোমিটার অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী স্টেশনে পৌঁছে ডিজিটাল অ্যাপ থেকে টিকিট কাটেন। এরপর মেট্রোতে ওঠেন প্রধানমন্ত্রী। মেট্রোর সফরকালে ওনাকে বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এছাড়াও প্রধানমন্ত্রী শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এবং পুনের মেয়র মুরলিধর মহলও প্রধানমন্ত্রী মোদীর মেট্রো যাত্রায় উপস্থিত ছিলেন। পুনের গারওয়ার কলেজ থেকে মেট্রোতে আনন্দ নগরে যান প্রধানমন্ত্রী মোদী। এ সময় তিনি পড়ুয়াদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উত্তরও দেন।
24 ডিসেম্বর 2016-এ প্রধানমন্ত্রী মোদী মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যা 11 হাজার 400 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে। এই মেট্রো প্রকল্পটি পুনেতে শহুরে চলাচলের জন্য বিশ্বমানের পরিকাঠামো প্রদানের একটি প্রচেষ্টা।
এর আগে প্রধানমন্ত্রী মোদী পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন চত্বরে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি উন্মোচন করেন। এর পাশাপাশি গারওয়ার মেট্রো স্টেশনে একটি প্রদর্শনীও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী মোদী।
দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উদ্বোধন করেন। তিনি মুলা-মুথা নদী প্রকল্পের পুনরুজ্জীবন ও দূষণ নিরসনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।