BJP-র ‘বেস্ট পারফর্মিং স্টেট’ বাংলা! ‘তৃণমূল অস্তিত্বের লড়াই লড়ছে’, ভোট শেষের আগে বিস্ফোরক মোদী

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ইতিমধ্যেই ৩৩টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর মাত্র ৯টি আসন। আগামী ১ জুন সপ্তম দফার ভোটের আগে মঙ্গলবার কলকাতার বুকে বর্ণাঢ্য রোড শো করবেন প্রধানমন্ত্রী। বিকেলে বারুইপুরে সভাও করার কথা আছে নরেন্দ্র মোদীর (Narendra Modi)। তার আগে একটি সাক্ষাৎকারে বাংলায় BJP-র ‘রেজাল্ট’ নিয়ে বিরাট দাবি করলেন তিনি।

উত্তর এবং পশ্চিম ভারতের বেশিরভাগ রাজ্যে গেরুয়া শিবিরের শক্তি এবং আসন সংখ্যা প্রায় সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গিয়েছে। সেই কারণে চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) পূর্বে এবং দক্ষিণে বাড়তি নজর দিয়েছিল BJP। ভোটের আবহে পিএমের একাধিকবার বঙ্গ সফরের দিকে নজর রাখলেই তা বেশ বোঝা যায়। এবার সপ্তম দফার নির্বাচনের আগে তাঁর দাবি, এবার ভোটে BJP-র ‘বেস্ট পারফর্মিং স্টেট’ হয়ে উঠে আসবে বাংলা (West Bengal)।

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদসংস্থার মুখোমুখি হয়েছিলেন মোদী। সেখানে তিনি বলেন, ‘বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেস স্রেফ অস্তিত্বের লড়াই লড়ছে। আপনারা নিশ্চয়ই জানান, একসময় বাংলায় BJP-র ৩টে আসন ছিল। সেটা বেড়ে হয়েছে ৮০টি (আসলে ৭৭)। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমরা প্রচুর সমর্থন পেয়েছিলাম। এবার গোটা দেশের মধ্যে BJP-র বেস্ট পারফর্মিং স্টেট হবে বাংলা। এখানে সবচেয়ে বেশি সাফল্য পাবে BJP’।

আরও পড়ুনঃ ‘৮ সপ্তাহের মধ্যে…’! মধ্যশিক্ষা পর্ষদকে বিরাট নির্দেশ হাই কোর্টের, ঘুম উড়ল শিক্ষকদের

এদিকে শেষ দফায় বাংলার যে ৯টি আসনে নির্বাচন হতে চলেছে, সেগুলি প্রত্যেকটি তৃণমূলের দখলে রয়েছে। ডায়মন্ড হারবার, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা থেকে শুরু করে বসিরহাট, যাদবপুর- প্রত্যেকটি আসনে গতবার জোড়াফুল ফুটেছিল। তবে এবার এই আসনগুলি ছিনিয়ে নিতে মরিয়া গেরুয়া শিবির। সেই কারণে শেষ দফার ভোটের আগে মরণ কামড় দিতে চাইছে BJP। জানা যাচ্ছে, বিশেষ করে উত্তর কলকাতা আসনে জিততে মরিয়া কেন্দ্রের শাসক দল।

Narendra Modi

একই সাক্ষাৎকারে বাংলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলায় লাগাতার খুন, হামলার ঘটনা ঘটছে। নির্বাচনের আগে BJP কর্মীদের জেলে ভরা হচ্ছে। এত অত্যাচারের পরেও প্রচুর সংখ্যক মানুষ বেরিয়ে এসে নিজেদের ভোট নিজেরা দিচ্ছেন’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর