মেয়ের বিয়ের নিমন্ত্রনে যেতে পারেনি , সুযোগ পেতেই দেখা করলেন মোদি

রিক্সাচালকের সাথে নিমন্ত্রন রক্ষার খাতিরে দেখা করলেন নরেন্দ্র মোদি।   মেয়ের বিয়ের সময় এলাকার সাংসদকে নিমন্ত্রণ করেছিলেন ওই ব্যাক্তি৷ বিয়েতে উপস্থিত না হতে পারায়  চলতি মাসের  ১৬ তারিখ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে গিয়ে দেখা করেন৷মঙ্গল কিওয়াত নামে পেশায় ওই  রিক্সাচালক তাঁর মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদিকে । কিন্তু তিনি যেতে পারেন নি।

আর গত ১৬ ফেব্রুয়ারি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে একদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৷ আর এরপর বারাণসীতে গিয়েই মঙ্গলের খোঁজ নেন মোদি।

IMG 20200218 191627

“মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছিলাম৷ আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে আসি৷ গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মোদির তরফে একটি শুভেচ্ছা বার্তা পাই৷ খুব খুশি হয়েছিলাম৷”। মঙ্গল নিজেই জানান এই কথা।

মঙ্গলকে বলেন, তিনি তাঁর মেয়ের বিয়েতে আসতে না পারায় তিনি দুখিত তাই আজ দেখা করতে এসেছেন ৷মঙ্গলকে ‘স্বচ্ছ ভারত’ মিশনে অংশ নেওয়ার পাশাপাশি তার  পরিবারের সদস্যদের খোঁজ নেন মোদি।

 

সম্পর্কিত খবর