বাংলাহান্ট ডেস্ক : সর্বদা ভারতের তরফে শান্তি চাইলেও, অপর প্রান্ত থেকে শুধুই মিলেছে বিশ্বাসঘাতকতা, ভারত ও পাকিস্তানের (India-Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে মার্কিন পডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্কে মোদির মত
রবিবার এই পডকাস্ট সম্প্রচারিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আগুনের বেগে ভাইরাল হয়েছে মোদি – ফ্রিডম্যানের সাক্ষাৎকার পর্বটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর চলাকালীন ফ্রিডম্যান আয়োজন করেন এই বিশেষ পডকাস্টের। সেই পডকাস্টটি সম্প্রচারিত হয় রবিবার। ফ্রিডম্যানের সাথে এই সাক্ষাৎকার পর্বে দিল্লি-ইসলামাবাদ সম্পর্ক নিয়ে মুখ খোলেন মোদি।
আরও পড়ুন : ভারত মহাসাগরে ভারতকে চ্যালেঞ্জ পাকিস্তানের! পড়শি দেশ যা করল…..জানলে হবেন “থ”
তাঁর কথায়, প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরির উদ্যোগ নিয়েছিলেন তিনি। এদিন মোদি বলেন, শপথ অনুষ্ঠানেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানকে। নতুন ভাবে সম্পর্ক তৈরির একাধিক উদ্যোগ নিলেও, পাকিস্তানের তরফে বারবার মিলেছে শুধুই ‘বিরোধিতা’ এবং ‘বিশ্বাসঘাতকতা’।
আরও পড়ুন : গরমিল ধরা পড়তেই Indusind ব্যাংককে নিয়ে বিবৃতি প্রকাশ RBI-র, গ্রাহকদের উদ্দেশ্যে দেওয়া হল বার্তা
পাশাপাশি এদিনের পডকাস্টে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগও তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত-পাকিস্তান (India-Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে মোদি বলেন, “আমার আশা তাদের (পাকিস্তানের) শুভ বুদ্ধির উদয় হবে এবং শান্তির পথে আসবে। আমার বিশ্বাস পাকিস্তানের সাধারণ মানুষ শান্তির পক্ষে। তাঁরা এই বিবাদ এবং অস্থিরতার মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে উঠেছেন।”
দেশভাগ প্রসঙ্গ টেনে এদিনের পডকাস্টে মোদি বলেন, “দেশভাগের পর ভারত আশা করেছিল পাকিস্তান নিজেদের মতো থাকবে ও আমাদেরও শান্তিতে থাকতে দেবে। তবে পাকিস্তান কখনওই শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এগোতে চায়নি। বারংবার ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা। ছায়াযুদ্ধ শুরু করেছে আমাদের বিরুদ্ধে।” সন্ত্রাসবাদ প্রসঙ্গে ফ্রিডম্যানের সঙ্গে সাক্ষাৎকারে মোদি মুখ খুলেছেন।
তিনি বলেন, “বিশ্বের যে কোনও প্রান্তেই জঙ্গি হামলা হোক না কেন, তার কোনও না কোনও যোগসূত্র থাকে পাকিস্তানের সাথে। ৯/১১ হামলার কথাই যদি ধরা যায়, তার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন এলেন কোথা থেকে? উনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। যে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদী মানসিকতা পাকিস্তানের মনে গেঁথে রয়েছে, তার জন্য শুধু ভারত নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা বিশ্ব।”