BanglaHunt , ঝাড়গ্রাম:- সোমবার ঝাড়গ্রামের নির্বাচনী জনসভা ছিল প্রধানমন্ত্রীর। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রীকে একহাত নেন তিনি। মোদীর অভিযোগ, “বাংলায় জয় শ্রীরাম বললে মানুষকে জেলে পোরা হয়।
” পশ্চিমবঙ্গে রাম-নাম নেওয়া অপরাধ কি না প্রশ্ন তোলেন তিনি। মোদী বলেন, “বাংলায় এখন রাম-নাম নেওয়া কি অপরাধ? ভগবান রামের সামনে সকলের অহঙ্কার চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে দিদি।
আপনার অহঙ্কার আর কত দিন থাকবে? বিজেপি ভাগবান রামকে পোলিং এজেন্ট বানিয়েছে বলে অভিযোগ করছেন মমতাদি। আমি ওঁকে জানাতে চাই যে, ভগবান রাম আমাদের শিরায় শিরায় রয়েছেন। উনি আমাদের সংস্কার, উনি আমাদের প্রেরণা।” এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন।
সতর্ক না হলে ২৩ মে-র পর মমতা এ রাজ্যে থাকতে পারবেন না বলে হুমকিও দেন তিনি।