ধূপগুড়ির দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণাও করলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ধূপগুড়ি জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায়। পাথরবোঝাই লড়ির সঙ্গে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের মুখোমুখী সংঘর্ষে প্রাণ হারান ১৪ জন। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, পুলিশ এবং দমকল বিভাগ।

এই ঘটনার খবর পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ান। তিনি দুর্ঘটনায় আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করার কথা ঘোষণা করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ট্যুইটার অ্যাকাউন্টে মৃতদের পরিরাবের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন।

এই ঘটনায় শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে লেখেন, ‘Saddened at the loss of lives because of a bus accident in Dhupguri. Condolences to the bereaved families. I pray for a speedy recovery of those injured ধুপগুড়িতে বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

 

Koushik Dutta

সম্পর্কিত খবর