‘হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের…’! ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে ‘কর্তব্য’ স্মরণ করালেন মোদী! তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার পালাবদলের সাক্ষী থাকল বাংলাদেশ। হাসিনা জমানায় ইতি টেনে শপথ গ্রহণ করলেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। ওপার বাংলার নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ইউনুসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যৌথভাবে কাজ করার বার্তা দেওয়ার পাশাপাশি তাঁকে একটি ‘কর্তব্য’ স্মরণ করিয়ে দেন ‘নমো’।

ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মোদী (Narendra Modi)?

কোটা বিরোধী আন্দোলনের জেরে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেছেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার পরে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

   


এদিন ইউনুস (Muhammad Yunus) এবং তাঁর ১৩ জন সহযোগীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ইউনুসকে শুভেচ্ছা জানান মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অধ্যাপক মহম্মদ ইউনুস নতুন দায়িত্ব নিলেন। ওনাকে আমার শুভেচ্ছা জানাই। দেশে শীঘ্রই স্থিতাবস্থা এবং স্বাভাবিক ছন্দ ফিরে আসবে এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আশা করছি’।

আরও পড়ুনঃ নৈহাটি থেকে সিতাই, বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন! কবে, কোথায় ভোট?

একযোগে কাজ করার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী এরপর লেখেন, ‘দুই দেশের উন্নয়ন, শান্তি, বন্ধুত্ব বজায় রাখতে আগের প্রতিশ্রুতি মতো একসঙ্গে কাজ করতে ভারত সব সময় তৈরি’। ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে মোদী (Narendra Modi) যে বার্তা দিয়েছেন তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। বিশেষত হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত করা নিয়ে তিনি যা লিখেছে তা নজর কেড়েছে অনেকের।

Narendra Modi

উল্লেখ্য, সাম্প্রতিক আন্দোলনের আবহে বাংলাদেশের (Bangladesh) হিন্দুদের আক্রান্ত হওয়ার একাধিক খবর সামনে এসেছে। মন্দির ভাঙচুর থেকে শুরু করে অবাধে লুটপাট চলছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে নয়াদিল্লিও বেশ উদ্বিগ্ন বলে খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস আগেই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছেন। তিনি শপথ নেওয়ার পর সেকথাই আরও একবার স্মরণ করিয়ে দিলেন মোদী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর