‘রোজ ২-৩ কিলো গালি খাওয়াই আমার পুষ্টি’, তেলঙ্গানায় বললেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে বিজেপি (Bharatiya Janata Party)। এরপর থেকে গত আট বছরের বেশি সময় ধরে দেশের প্রধানমন্ত্রী পদে বিরাজ করে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পাওয়ার পাশাপাশি তাঁর ভাগ্যে জুটেছে বিরোধিতা, আবার গালিও! তবে এ সকল বিষয়ে তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই বলেই এদিন মন্তব্য প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বর্তমানে তেলঙ্গানা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দলীয় একটি কর্মসূচিতে যোগদান করে রাজ্য সরকারকে কটাক্ষ ছুঁড়ে দেন মোদী। প্রথমে বিরোধী দলগুলিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আমি ক্লান্ত হই না। প্রতিদিন ২-৩ কিলোগ্রাম গালি খাই। কিন্তু ভগবানের আশীর্বাদ রয়েছে। সেই কারণে এটি আমার ভিতরে পৌঁছে পুষ্টিতে পরিবর্তিত হয়।”

পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন প্রধানমন্ত্রীর বার্তা, “গত কুড়ি বছর ধরে শুধু সমালোচনা হয়ে যাচ্ছে। যদি আপনাদের সমালোচনা করা হয়, তাহলে দুঃখ পাবেন না। যদি পরবর্তী সময় আপনাদেরকে সমালোচনা করে, তাহলে হাসবেন। চায়ে চুমুক দিয়ে যেভাবে কাজ করে চলেছেন, পরবর্তীতে তাই করে যাবেন।”

এদিন বক্তৃতা দিতে উঠে তেলঙ্গানার সরকার এবং মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে নাম না করে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, সম্প্রতি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, “মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকে যেভাবে শাসক দলকে পতন ঘটানোর জন্য ষড়যন্ত্র করে চলেছিল বিজেপি, সেই ভাবে আমাদের রাজ্যেও একই পন্থা নিয়ে চলেছে তারা।” পরবর্তীতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়।

Modi 1

এদিন সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “আমাকে কিংবা বিজেপিকে অসম্মান করুন। কিন্তু তেলঙ্গানার মানুষকে করবেন না। কেন্দ্রের যে সকল উন্নয়নের প্রকল্পগুলি রয়েছে, তা করতে বাধা দিয়ে চলেছে রাজ্য সরকার। রাজনৈতিক কারণে উন্নয়নে বাধা সৃষ্টি করছে তারা।”


Sayan Das

সম্পর্কিত খবর