বাংলা হান্ট ডেস্ক : আজ সম্প্রচারিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘মন কি বাত’-র (Man Ki Bat) শততম পর্ব। দেশবাসীরা উদগ্রীব হয়ে রয়েছেন এই অনুষ্ঠান শোনার জন্য। শুধুমাত্র দেশবাসীরাই নন, রাষ্ট্রপুঞ্জের (UN) সদর দফতরেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত অনুষ্ঠান। মন কি বাতের ১০০ তম পর্ব সম্প্রচার শুরু হওয়ার আগে আবেগঘন হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদি।
মোদির টুইট : নমো টুইট করে বলেন, ‘সকলে সকাল ১১টায় মন কি বাত অনুষ্ঠান শুনবেন। এটা সত্যিই একটা বিশেষ যাত্রা ছিল। আমরা এই অনুষ্ঠানে ভারতের জনগণের সম্মিলিত চেতনা উদযাপন করেছি এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রাকে তুলে ধরেছে।’ ২০১৪ সালের ৩ অক্টোবর থেকে মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়। প্রতি মাসের শেষ রবিবার এই অনুষ্ঠান সম্প্রচার হয়। অল ইন্ডিয়া রেডিয়ো ও দূরদর্শনে ৩০ মিনিটের এই অনুষ্ঠান সম্প্রচার হয়।
নতুন কীর্তি মোদির : মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্বে বক্তব্য রেখে নতুন মাইলস্টোন গড়লেন মোদি। সেই পর্বের শুরুতেই মন কি বাত অনুষ্ঠানের কথা উঠেছে এসেছে প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেছেন, ‘মন কি বাত’ কোটি কোটি ভারতীয়ের মন কি বাত। ভারতীয়দের মনের অনুভূতি এই অনুষ্ঠান প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
‘মন কি বাত’-এর গুরুত্ব : ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বে অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন মোদি। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানে আত্মকেন্দ্রিকতা থেকে সমষ্টির পথের যাত্রা। দেশের বিভিন্ন প্রান্তের নায়কদের তুলে ধরেছে এই অনুষ্ঠান।
নারী উন্নয়ন : ‘বেটি বাঁচাও বেটি পড়াও’অভিযান হরিয়ানার লিঙ্গ অনুপাতের উন্নতি ঘটিয়েছে। হরিয়ানা থেকেই এই অভিযান শুরুর কথা স্মরণ করালেন প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এ সংক্রান্ত প্রচার মানুষের মনে কন্যা সন্তান নিয়ে সচেতনতা গড়ে তুলেছে বলে দাবি প্রধানমন্ত্রীর।
পর্যটন শিল্পে অগ্রগতি : ‘মন কি বাত’ অনুষ্ঠানে পর্যটন শিল্পের অগ্রগতির কথা বলেছেন মোদি। জোর দিয়েছেন পর্যটনস্থলের পরিচ্ছন্নতার বিষয়ে। অনেকেই দেশের বিভিন্ন পর্যটনস্থল না ঘুরেই অনেক খরচা করে বিদেশে ঘুরতে যান। এ ব্যাপারে মোদি বলেছেন, ‘বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশ ঘুরে দেখুন। বিদেশে ঘুরতে যাওয়ার আগে দেশের অন্তত ১৫টি পর্যটনস্থলে যেতে হবে। সে গুলি হতে হবে নিজের বাইরের রাজ্যে।’