বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের ২৮ জানুয়ারি রাজস্থানের মালাসেরি ডুংরি মন্দির দর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে প্রণামী বাক্সে নাকি ২১ টাকা (21 Rupees) দক্ষিণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়। কিন্তু এবার সামনে এল আসল তথ্য।
এবছরের জানুয়ারি মাসে রাজস্থানের গুজ্জর সমাজের (Gurjar community) আরাধ্য দেবতা ভগবান দেবনারায়ণজির ১,১১১ অবতার বর্ষ উপলক্ষে ভিলোয়ারার গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে মালাসেরি (Malaseri) ডুংরি মন্দির পরিদর্শনা করেছিলেন তিনি। প্রণামী বাক্সে দানও করেছিলেন। দীর্ঘ ৯ মাস পর ওই দান বাক্স খুলেছিল মন্দির কর্তৃপক্ষ। সেখানে মোট তিনটি খাম মিলেছে। যার মধ্যে একটি খাম খোদ প্রধানমন্ত্রীর দেওয়া বলে দাবি করা হয়েছে।
স্বাভাবিকভাবে উৎসাহের সঙ্গে ওই খাম খুলেছিলেন মন্দিরের পরিচালক সমিতির সদস্যরা। কিন্তু সেই খাম খুলে দেখতেই চক্ষু চড়ক গাছ সকলের। কারণ ওই খাম থেকে মিলেছে মাত্র ২১ টাকা। একটা কড়কড়ে ২০ টাকার নোট এবং একটি এক টাকার কয়েন। আর বাকি দুটি খাম থেকে মিলেছে ১০১ টাকা এবং ২ হাজার ১০০ টাকা।
আর এই নিয়ে কটাক্ষ শুরু করেছিল কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য, ভগবান দেবনারায়ণকে দর্শনের পর মাত্র ২১ টাকা প্রণামী দিয়ে গোটা গুজ্জর সমাজকে অপমান করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই খামের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে পড়ে।
কিন্তু এরপরেই তদন্ত করে আসল তথ্য বেরিয়ে আসে। যা হল, গত ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী ওই মন্দিরে গিয়েছিলেন। দেবতা দর্শনের পর তিনি দান বাক্সে কিছু নোট দান করেন, যা খাম ছাড়াই ছিল। আর যে খামের কথা বলা হচ্ছিল যেখানে ২১ টাকা দেওয়া হয়েছে, ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর পিছনে ছিলেন।
गुर्जर समाज एक सीधी, सच्ची, ईमानदार, सरल एवं स्वाभिमानी कौम है और किसी कौम व समाज को इस तरह छलना अच्छी बात तो नहीं है माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी।
याद है ना प्रधानमंत्री मोदी जी, जब आपका देव दरबार के 1111वें प्राकट्य दिवस पर देव धाम भीलवाडा-आसींद मालासेरी डूंगरी… pic.twitter.com/Eppt7ibWbI
— Dheeraj Gurjar (@dgurjarofficial) September 25, 2023
স্বাভাবিকভাবেই এই আসল সত্য সামনে আসার পর মুখে কুলুপ এঁটেছে কংগ্রেস (Congress)। এই নিয়ে কোনও মন্তব্যই করেনি হাত শিবিরের কোনও নেতা।