একসাথে ৭১,০০০ যুবক যুবতির ভাগ্য খুলবে আজ, নতুন বছরের সেরা উপহার দেবেন মোদী

বাংলা হান্ট ডেস্ক : কর্মসংস্থানের উদ্দেশে বড় ঘোষণা কেন্দ্র সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ ২০শে জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকাল সাড়ে দশটায় সরকারি বিভাগ এবং সংস্থাগুলিতে নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দিতে চলেছেন। প্রায় ৭১ হাজার যুবক যুবতীর মধ্যে এই নিয়োগ পত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী স্বয়ং। অনুষ্ঠানে এসব নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

কর্মসংস্থান বাড়ানোতেই এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রোজগার মেলা। নরেন্দ্র মোদি সরকারের দাবি রোজগার মেলা আরও কর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ দেবে। সারা দেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগকারীরা ভারত সরকারের আওতাও বিভিন্ন পদে যোগ দেবেন। যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ান, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, গ্রামীণ ডাক সেবক, আয়কর পরিদর্শক, শিক্ষক। এছাড়াও অন্যান্য পদগুলির মধ্যে রয়েছে নার্স, ডাক্তার, সামাজিক নিরাপত্তা অফিসার, পিএ, এমটিস ইত্যাদি।

Untitled design 2022 08 26T182133.128

কর্মযোগী মডিউল থেকে শেখার ক্ষেত্রে নতুন নিয়োগপ্রাপ্ত আধিকারিকদের অভিজ্ঞতাও এই রোজগার প্রোগ্রামে তুলে আনা হবে। কর্মযোগী প্রারম্ভ মডিউল হল বিভিন্ন সরকারি দপ্তরে সমস্ত নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য একটি অনলাইন ওরিয়েন্টেশন কোর্স। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদির। সরকারি স্তরে ১০ লক্ষ প্রার্থীদের নিয়োগের লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে ‘রোজগার মেলা’, যার দুটি পর্বে ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নিয়োগপত্র।

প্রধানমন্ত্রী দফতর জানাচ্ছে, প্রকাশিত বিশেষ বিবৃতি অনুযায়ী, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলিকে মিশন মোডে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে এসব মন্ত্রক বা বিভাগগুলি নিজেরাই বা ইউপিএসসি, এসএসসি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মতো সর্বভারতীয় স্তরে নিয়োগ সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে।

Sudipto

সম্পর্কিত খবর