লন্ডন-আমেরিকা তো অনেক হল! এবার মোদি চললেন ‘মিনি ইন্ডিয়া’ সফরে, কবে যাচ্ছেন নমো?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ঐতিহাসিকভাবে দীর্ঘকাল ধরেই গভীরতাপূর্ণ সুসম্পর্ক রয়েছে ভারত (India) ও মরিশাসের মধ্যে। আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রে বাস অসংখ্য ভারতীয় বংশোদ্ভূতর। সেদেশের পরিকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে ভারতের (India)।

ভারতের (India) প্রধানমন্ত্রীর মিনি ইন্ডিয়া সফর

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদেশের জাতীয় দিবসের প্রধান অতিথি হয়ে যেতে চলেছেন মরিশাস সফরে। আগামী ১২ মার্চ মরিশাসের ৫৭তম জাতীয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মরিশাসের পার্লামেন্টে সে দেশের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম জানিয়েছেন, দেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন : আজকের রাশিফল ১১ মার্চ, পরিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

দুই দেশের জন্যই মোদির (Narendra Modi) এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পার্লামেন্টে মরিশাসের প্রধানমন্ত্রী রমগুলাম বলেন, ‘আমাদের দেশের জন্য এটা সত্যিই খুব সৌভাগ্যের বিষয়।’ পাশাপাশি তিনি আরও বলেন, এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রধান অতিথি করা হয়েছে যিনি তাঁর ব্যস্ত সময়সূচির মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন।

Narendra Modi from india upcoming plan

শুধু তাই নয়, সম্প্রতি প্যারিস ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর সত্ত্বেও মোদি এই আমন্ত্রণ গ্রহণ করছেন বলেও মরিশাসের প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তার কথায়, ‘মোদির এই সফর আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সাক্ষী দেয়।’ প্রসঙ্গত, আজ থেকে প্রায় ২৭ বছর আগে ১৯৯৮ সালে মরিশাস সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। বিজেপি কার্যকর্তা হিসেবে মরিশাসের মোকায়  ‘ইন্টারন্যাশনাল রামায়ণ কনফারেন্স’-এ অংশ নেন তিনি।

যদিও তখনও গুজরাতের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেননি মোদি। সেই সময়ে মোদি ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। পুরনো সেই সফরের স্মৃতি স্মরণ করে এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ভারতের বহু নাগরিক একশ বছরেরও বেশি আগে মরিশাস যান। তাঁদের সাথে ছিল তুলসীদাসের রামায়ণ, হনুমান চালিশা। হিন্দি হয়ে ওঠে মরিশাসের অন্যতম ভাষা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X