ওমর আবদুল্লাহ-শ্রেয়া ঘোষাল-আনন্দ মাহিন্দ্রা সহ এই ১০ জনকে বড় “চ্যালেঞ্জ” দিলেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত রবিবার “মন কি বাত” অনুষ্ঠানে দেশে (India) ক্রমবর্ধমান স্থূলতার সমস্যার বিষয়ে নিজের প্রতিক্রিয়া দেন। তিনি জানান যে, ভোজ্য তেলের ব্যবহার ১০ শতাংশ হ্রাস করার মতো ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা যেতে পারে। প্রধানমন্ত্রীর মতে, এর জন্য তিনি ১০ জনকে চ্যালেঞ্জ করবেন যে, তাঁরা কি তাঁদের খাবারে তেল ১০ শতাংশ কমাতে পারবেন?

দেশে (India) ক্রমশ বাড়ছে স্থূলতার বিষয়টি:

এমতাবস্থায়, সোমবার, প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা সহ দেশের (India) ১০ স্বনামধন্য ব্যক্তিত্বকে এর জন্য চ্যালেঞ্জ করেছেন। মূলত, স্থূলতার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই ১০ জনকে মনোনীত করেছেন।

যেখানে ওমর আবদুল্লাহ ছাড়াও আনন্দ মাহিন্দ্রা, ভোজপুরি অভিনেতা এবং প্রাক্তন আজমগড় সাংসদ দীনেশ লাল যাদব “নিরহুয়া”, অলিম্পিয়ান মনু ভাকের, মীরাবাঈ চানু, দক্ষিণী অভিনেতা মোহনলাল, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি, অভিনেতা আর মাধবন, গায়িকা শ্রেয়া ঘোষাল এবং রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি রয়েছেন।

আরও পড়ুন: আর নেই চিন্তা! TreasureNFT-র হাত ধরেই হবেন মালামাল, রইল বিস্তারিত তথ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই ১০ জনকে মনোনীত করে আবেদন করেছেন যে তাঁরা যেন প্রত্যেকে আরও ১০ জন ব্যক্তিকে এই বিষয়টির জন্য সচেতন করেন। স্থূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি আবেদন করে, প্রধানমন্ত্রী মোদী গত রবিবার তাঁর “মন কি বাত” অনুষ্ঠানে জনগণকে খাবারে কম তেল ব্যবহার করার জন্য আবেদন করেন।

আরও পড়ুন: ভারতের ওপর চোখ রাঙালেই হবে সর্বনাশ! পাকিস্তানের ওপর কড়া নজর আমেরিকার

স্থূলতা নিয়ে কী জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী: এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী “মন কি বাত” অনুষ্ঠানে জানান যে, আমাদের দেশে (India) আজ প্রতি ৮ জনের মধ্যে একজন স্থূলতার সমস্যার সাথে লড়াই করছেন এবং শিশুদের মধ্যে এই সমস্যা ৪ গুণ বেড়েছে। এদিকে, WHO-র দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি জানান যে, ২০২২ সালে সারা বিশ্বে ২৫০ কোটি মানুষ স্থূলতার সমস্যায় ভুগছিলেন। যা একটি গুরুতর বিষয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে, প্রত্যেক ব্যক্তি যদি ভোজ্য তেলের ব্যবহার ১০ শতাংশ কমিয়ে অন্যদের অনুপ্রাণিত করেন, তবে এই সমস্যার সমাধান করা যেতে পারে। তিনি বলেন, “আমাদের খাদ্যাভাসে ছোটখাটো পরিবর্তন আনলে আমরা হার্ট, সুগার ও স্ট্রেসের মতো রোগ এড়াতে পারি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর