কোনদিনও ভাবতে পারিনি ভারতের প্রধানমন্ত্রী হব, আবেগপ্রবণ হলেন নরেন্দ্র মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ পদে থাকার ২০ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই নিয়ে ঋষিকেশে তিনি বলেন, কোনদিনও ভাবতে পারিনি যে আমি দেশের প্রধানমন্ত্রী হব। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষিকেশ থেকে দেশের বিভিন্ন রাজ্যের মোট ৩৫ টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন।

ঋষিকেশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০ বছর আগে আজকের দিনেই জনতার সেবার জন্য একটু নতু  দায়িত্ব পেয়েছিলাম আমি। মানুষের মধ্যে থেকে, মানুষের সেবা করার আমার যাত্রা অনেক দশক আগে থেকেই চলছিল। কিন্তু আজ থেকে ২০ বছর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে আমি নতুন দায়িত্ব পাই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সরকারের প্রধান হিসেবে প্রথমে মুখ্যমন্ত্রী আর এখন দেশের মানুষের আশীর্বাদে প্রধানমন্ত্রী হয়েছি আমি। এর কল্পনা আমি কোনদিনই করেছিলাম না।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘২০ বছরের এই অখণ্ড যাত্রা ২১ তম বছরে প্রবেশ করছে। এই গুরুত্বপূর্ণ অবসরে সেই মাটিতে আসা, যেই মাটি আমাকে নিজের স্নেহ, আপনপন দিয়েছে, সেখানে আসা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়।”

X