ধনতেরাসে কল্পতরু মোদী! দেশের দরিদ্রদের দিলেন নতুন বাড়ি উপহার, উপকৃত ৪.৫ লক্ষ মানুষ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে চলা উৎসবের আবহের মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শনিবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana, PMAY)-র অধীনে নির্মিত সাড়ে ৪ লক্ষেরও বেশি বাড়ির উদ্বোধন করেন। পাশাপাশি, সেই সময় তিনি জানান, এই সব বাড়িতে বিদ্যুৎ, জলের সংযোগ, টয়লেট ও ​​গ্যাস সংযোগের মতো সব সুবিধা রয়েছে।

ধনতেরাসে দরিদ্র মানুষেরাও বাড়িতে প্রবেশ করছেন: এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশে আর্থ-সামাজিক পরিবর্তন নিয়ে আসার জন্য একটি প্রধান বাহন হয়ে উঠেছে। একটা সময় ছিল, যখন ধনতেরাস উপলক্ষ্যে কেবলমাত্র যাঁদের সম্পদ এবং অর্থ রয়েছে কেবল সেই সমস্ত ব্যক্তি গাড়ি এবং বাড়ির মতো বড় এবং দামি সম্পত্তি কিনতেন। কিন্তু এখন দেশের দরিদ্ররাও ধনতেরাসের দিন বাড়িতে প্রবেশ করছেন।”

“দরিদ্রদের জন্য অবিরাম কাজ করছে সরকার”: প্রধানমন্ত্রী মোদীর মতে, “এটা আমাদের সরকারের সৌভাগ্য যে গত ৮ বছরে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র আওতায় প্রায় ৩.৫ কোটি পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের সরকার দরিদ্রদের জন্য নিবেদিত। সরকার দরিদ্রদের চাহিদা সবচেয়ে বেশি বোঝে এবং তাঁদের প্রতি অবিরাম কাজ করে যাচ্ছে।”

৩০ লক্ষ বাড়ি তৈরি তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন যে, “প্রধানমন্ত্রী আবাস যোজনা”-র অধীনে এখনও পর্যন্ত প্রায় ৩০ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে এবং ৯ থেকে ১০ লক্ষ বাড়ি তৈরির কাজ চলছে। এমতাবস্থায়, এর মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে কর্মসংস্থানের সুযোগও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

দরিদ্রদের পাকা বাড়ি তৈরি করে দিতে সরকার কাজ করছে: তিনি বলেন, “দেশের নাগরিকদের সহজে পাকা বাড়ি, গ্যাস, বিদ্যুৎ, জল ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।” এছাড়াও, প্রধানমন্ত্রী জানান, “আমাদের সরকার দেশের প্রতিটি দরিদ্র মানুষের পাকা বাড়ি তৈরি করার ক্ষেত্রে দিনরাত কাজ করে যাচ্ছে।”

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X