বাংলা হান্ট ডেস্ক: প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের এই হঠাৎগামী মৃত্যুতে শোকের ছায়া ঘনিয়ে এসেছে গোটা দেশে। এমনকি চঞ্চল রাজনৈতিক মহলও আজ যেন শান্ত, সুষমা স্বরাজের এই হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুষমা স্বরাজের এই অকাল মৃত্যুকে তার ব্যক্তিগত ক্ষতি বলে জানান সকলকে। বুধবার সকালে সুষমা স্বরাজের নয়াদিল্লির বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধাজ্ঞাপন করেন। প্রয়াত নেত্রীকে কে সামনে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না মোদি, চোখের জলে বুঝিয়ে দিলেন সুষমা স্বরাজের এই অকাল প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।
গতকালই টুইটারে মোদী লিখেছেন, “ভারতীয় রাজনীতির গৌরবজ্জ্বল অধ্যায়ের অবসান হল। আজ অতুলনীয় এই নেত্রীর মৃত্যুতে গোটা দেশ শোকাহত। গরিবের জীবনের উন্নতি ও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন সুষমা জি।”
একইসঙ্গে মোদী টুইট করেছেন, “সুষমা স্বরাজের প্রয়াণ তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। ভারতের জন্য তাঁর কাজ স্মৃতিতে থেকে যাবে। তাঁর পরিবার, অনুগামী ও সমর্থকদের প্রতি সমাবেদনা জানাচ্ছি। ওম শান্তি।”