জোড়া ভূমিকম্পে হাহাকার মায়ানমার-থাইল্যান্ডে! সবরকমের সাহায্যে আশ্বাস ভারতের, কী জানালেন মোদী?

বাংলাহান্ট ডেস্ক : জোড়া ভূমিকম্পের ধাক্কায় হাহাকার পড়ে গিয়েছে মায়ানমারে। কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে বহুতল, ব্রিজ। রাস্তায় ধরেছে ফাটল। শুক্রবারের জোড়া ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রভাব পড়েছে মায়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ব্যাংককেও! বহু বহুতল ভেঙে পড়েছে, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। এমনকি এখনো পর্যন্ত অন্তত ৪৫ জনের নিখোঁজ হওয়ার খবরও শোনা যাচ্ছে। এমন গুরুতর পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সবরকম সাহায্যের জন্য আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

ভূমিকম্প পরিস্থিতি নিয়ে বার্তা নরেন্দ্র মোদীর (Narendra Modi)

মায়ানমারের জোড়া ভূমিকম্পে প্রবল ক্ষয়ক্ষতি, প্রাণহানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পের ঘটনায় উদ্বিগ্ন। সকলের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করছি। সবরকম সাহায্যের জন্য আশ্বাস দেওয়া হচ্ছে ভারতের তরফে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব দফতরকে তৈরি থাকার অনুরোধ করেছি। সেই সঙ্গে মায়ানমার এবং থাইল্যান্ডের সরকারের সঙ্গে সংস্পর্শে থাকার জন্য বলা হয়েছে বিদেশ মন্ত্রককে’।

Narendra modi gives message for myanmar and thailand earthquake

বড়সড় ক্ষয়ক্ষতি ব্যাংককে: সূত্রের খবর, মায়ানমারের স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটে ভূমিকম্পের ঘটনা। যেমনটা জানা গিয়েছে, ভূমিকম্পের (Earthquake) উপকেন্দ্র ছিল মায়ানমারের প্রধান শহর থেকে আরো কয়েক কিমি দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। তীব্র ভূমিকম্পের প্রভাব পড়ে থাইল্যান্ড এবং ভিয়েতনামেও। বিশেষ করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। এই শহরে প্রায় ১৭ মিলিয়ন মানুষ বাস করে। ভূকম্পনের জেরে একাধিক বহুতল চোখের সামনেই ধূলিসাৎ হয়ে যায় নিমেষেই।

আরো পড়ুন : বড়পর্দায় এবার যোগী আদিত্যনাথ! নতুন বায়োপিকের তোড়জোড় বলিউডে, মুখ্য ভূমিকায় কে?

একাধিক ভিডিও ভাইরাল: সূত্রের খবর বলছে, প্রায় ৪৫ জন মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে এই ভূমিকম্পের জেরে। বহু মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। কোথাও দেখা যাচ্ছে, চোখের সামনে নির্মীয়মান বহুতল নিমেষে ভেঙে পড়ছে। কোথাও আবার ভিডিওতে উঠে এসেছে, বহুতলের ছাদে থাকা সুইমিংপুলের জল কম্পনের জেরে নীচে এসে পড়ছে। ভূমিকম্পের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও।

আরও পড়ুন : অভিনব পন্থায় টাকা আত্মসাৎ, চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়াল দুই বলি অভিনেতার

এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন থথাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা। তবে এতকিছুর মধ্যে একটাই স্বস্তির খবর, ভূমিকম্পের পর সুনামির কোনো সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর