দূরদর্শনের লোগোর রঙ বদল তো সবে শুরু! প্রসার ভারতী-ডিডি নিয়ে আর কী কী পরিকল্পনা আছে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মাঝেই দূরদর্শনের (Doordarshan) লোগোর রঙ বদল করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে পুরনো নীল রঙের লোগো ফেরানোর দাবি করেছেন তিনি। তবে এবার জানা গেল একটি বিরাট খবর। ডিডি সহ প্রসার ভারতীর জন্য মোদী (Narendra Modi) সরকারের একগুচ্ছ পরিকল্পনা আছে বলে জানা গিয়েছে।

ডিডির লোগোর রঙ (Doordarshan Logo) বদল তবে সবে শুরু! ২০২৪ লোকসভা নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীতে একগুচ্ছ বদল আনার পরিকল্পনা রয়েছে। একটি নামী ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোদী সরকার (Modi Government) যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তাহলে প্রসার ভারতী সহ সরকারি সংবাদমাধ্যমিতে বহু বদল আনা হতে পারে। বিজেপির (BJP) অন্দরে এমনই পরিকল্পনা হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, ডিডি ইন্ডিয়াকে একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবে তুলে ধরার প্ল্যান রয়েছে। বিশ্বের ১৫টি দেশে ডিডি ইন্ডিয়ার ব্যুরো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে খবর। সেই সঙ্গেই প্রসার ভারতীর ‘শব্দ’ (SHABD) ওয়েবসাইটটিরও আধুনিকীকরণ এবং সময়োপযোগী করে তোলা হবে।

আরও পড়ুনঃ ভোটের মাঝেই ফের ‘ডেডলাইন’ শুভেন্দুর! এবার কিসের হুঙ্কার? তোলপাড় রাজ্য

জানা যাচ্ছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকে একটি AI হাবের প্ল্যান আছে। একইসঙ্গে সাধারণ নাগরিক মিডিয়া অ্যাকসেসের জন্য একটি ভারত নমন পোর্টাল ও আর্কাইভাল উপাদান শুরু হবে। ভুয়ো খবর রোখার জন্যও পরিকল্পনা করা হয়েছে। দেশের নানান অঞ্চলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এবং একটি গ্লোবাল মিডিয়া ও এন্টারটেইনমেন্ট সামিটেরও প্ল্যান আছে বলে খবর।

doordarshan logo saffron logo

প্রসংপ্ত, লোকসভা ভোটের আবহে দূরদর্শনের লোগো বদল নিয়ে সরগরম রাজনীতির দুনিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তা নিয়ে পাল্টা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ভোটের মাঝে ‘আচমকা’ এই লোগো বদল হয়নি, বরং বহু দশক আগেই এই নিয়ে পরীক্ষানিরীক্ষা হয়েছিল জানান তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর