বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের তিনটি কৃষি আইন নিয়ে বিগত প্রায় ১০ মাস ধরে দিল্লির সীমান্তে আন্দোলন করে চলেছেন কৃষকরা। এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ভারতীয় কিষান ইউনিয়নের লিডার রাকেশ টিকাইত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কেন্দ্র যতদিন না তিনটি কৃষি আইন ফেরত নিচ্ছে, ততদিন তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবে।
অন্যদিকে, আন্দোলনরত কৃষকদের সঙ্গে মোদী সরকারের আলোচনাও বন্ধ রয়েছে প্রায় ৭ মাস ধরে। কেন্দ্রের মতে, কৃষকরা আন্দোলন করলেও তাঁরা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না। আর কৃষকদের সঙ্গে পূর্ববর্তী আলোচনা ব্যর্থ হওয়ার ফলে নতুন করে আর আলোচনায় বসছে না কেন্দ্র সরকার।
আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, কেন্দ্রের মোদী সরকার খুব শীঘ্রই কৃষকদের বড়সড় উপহার দিতে চলেছে। যদিও, এখনও সরকারের তরফ থেকে আধিকারিক কোনও বয়ান সামনে আসেনি। তবে সরকারি সূত্র অনুযায়ী, কৃষকদের আয় বাড়ানো এবং খরচ কমানো নিয়ে জোর কদমে কাজ করছে কেন্দ্র সরকার। পাশাপাশি কিষান সম্মান নিধি যোজনা আরও বড় করার কাজ চলছে সরকারের তরফ থেকে।
কেন্দ্র জানিয়েছে যে, সরকার কৃষকদের সঙ্গে রয়েছে কিন্তু তাঁরা কৃষকদের জন্য কল্যাণকারী যোজনা কিছু নেতার রাজনৈতিক স্বার্থ সফল করার আন্দোলনের জন্য বাতিল করবে না। উল্লেখ্য, একদিকে কৃষক নেতা রাকেশ টিকাইত কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে মোর্চা খুলে গোটা দেশের কৃষকদের এক করার চেষ্টায় জুটেছেন। অন্যদিকে, এবার কেন্দ্র সরকার আন্দোলনরত কৃষকদের পাশ কাটিয়ে দেশের অন্নদাতাদের জন্য বড়সড় ঘোষণা করে তাঁদের পাশে থাকার প্রচেষ্টা চালাচ্ছে।