মোদী ম্যাজিক! এই দেশে প্রথম সফর করেই মন জিতলেন প্রধানমন্ত্রী, “বন্দে মাতরম”-এ জানানো হল স্বাগত

বাংলাহান্ট ডেস্ক : ‘বন্দে মাতরম’ ধ্বনির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) স্বাগত জানালেন নাইজেরিয়ার প্রবাসী ভারতীয়রা। দু দিনের সফরে পশ্চিম আফ্রিকার এই দেশে গিয়েছেন মোদী (Narendra Modi)। ১৬ এবং ১৭ ই নভেম্বর দু দিন নাইজেরিয়াতে থাকবেন তিনি। তারপর যোগ দেবেন ব্রাজিলের জি ২০ সম্মেলনে।

নাইজেরিয়াতে উষ্ণ অভ্যর্থনা মোদীকে (Narendra Modi)

সেই ২০০৭ সালের পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এলেন নাইজেরিয়াতে। রবিবার আবুজা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন ওই দেশে বসবাসকারী ভারতীয়রা। মোদী (Narendra Modi) এসে পৌঁছাতেই ওঠে ‘বন্দে মাতরম’ আর ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। উপস্থিত ছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনিবুও।

Narendra modi had a grand welcome in this country

প্রবাসী ভারতীয়দের প্রশংসা প্রধানমন্ত্রীর: নাইজেরিয়া বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের উষ্ণ উভ্যর্থনায় আপ্লুত নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নাইজেরিয়াতে ভারতীয় কমিউনিটির এমন উষ্ণ এবং আন্তরিক অভ্যর্থনা পেয়ে মন ভরে গেল’। সঙ্গে সেখানকার প্রবাসী ভারতীয়দের প্রশংসাও করেন মোদী (Narendra Modi)। বিদেশে থেকেও ভারতীয় সংষ্কৃতির সঙ্গে জুড়ে রয়েছেন তাঁরা। মনে রেখেছেন নিজেদের শিকড়কে। এমনকি নাইজেরিয়াতে প্রবাসী মরাঠি লোকজনদের নিজেদের মাতৃভাষায় কথা বলতে দেখেও ভূয়সী প্রশংসা করেছেন মোদী।

আরো পড়ুন : ফের ইতিহাস তৈরির পথে ISRO! ইলন মাস্কের সংস্থার রকেটে চেপে হবে ভারতীয় স্যাটেলাইটের উৎক্ষেপণ

বৈঠক নিয়ে আশাবাদী নাইজেরিয়ার প্রেসিডেন্ট: নাইজেরিয়ার সরকারের আপ্যায়নের প্রশংসা করেও টুইট করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। অন্যদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট টিনিবু একটি টুইটে লিখেছেন, ২০০৭ সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়াতে আসছেন। দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় করা, একসঙ্গে কাজ করতে পারা নিয়ে তাঁরা আশাবাদী বলেও টুইটে উল্লেখ করেন টিনিবু।

আরো পড়ুন : রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা, আমেরিকায় এবার হিন্দু গোয়েন্দা প্রধান! চমকে দেবে তুলসীর পরিচয়

১৮-১৯ শে নভেম্বর ব্রাজিলে হতে চলেছে জি ২০ সম্মেলন। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনিবুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ব্রাজিল যাবেন মোদী। নাইজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় উঠে আসতে পারে বাণিজ্য থেকে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার কথা।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর