“বিশ্বের প্রতিটি ডিভাইসে থাকুক মেড ইন ইন্ডিয়া চিপ”, ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদনে বড় পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: ভারতকে সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস তৈরি করার বিষয়ে এবার বড় প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার তিনি জানান যে, “আমাদের স্বপ্ন বিশ্বের প্রতিটি ডিভাইসে ভারতের তৈরি চিপ থাকুক। আমরা ভারতকে সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস হিসেবে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করব।” এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী সেমিকন্ডাক্টরগুলির অভ্যন্তরীণ উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর পক্ষে কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, সাপ্লাই চেনের নমনীয়তা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে, দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডায় SEMICON ২০২৪ সম্মেলনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নিজের প্রতিক্রিয়া জানান।

কি জানালেন প্রধানমন্ত্রী (Narendra Modi):

সাপ্লাই চেনের উপর জোর দেওয়া হয়েছে: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী (Narendra Modi) জানিয়েছেন যে, করোনার মতো ভয়াবহ মহামারী সাপ্লাই চেনের গুরুত্ব দেখিয়েছে এবং যে কোনও বাধা কাটিয়ে উঠতে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। সাপ্লাই চেনের নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। ভারত অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এটি তৈরি করতে কাজ করছে। উল্লেখ্য যে, করোনা মহামারীর সময়ে সাপ্লাই চেন ধাক্কা খেয়েছিল। কারণ চিন মহামারী নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ায় সেই দেশ থেকে আমদানির ওপর নির্ভরশীল সেক্টরগুলি প্রভাবিত হয়েছিল। যার মধ্যে প্রভাবিত হয়েছিল চিপসের আমদানিও। যেটি প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

Narendra Modi has big plans for semiconductor production in India.

চিপ উৎপাদনের জন্য “3-ডি পাওয়ার”: প্রধানমন্ত্রী (Narendra Modi) ভারতের সংস্কারবাদী শাসন, স্থিতিশীল নীতি এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে বিনিয়োগের জন্য একটি শক্তিশালী পিচ তৈরি করার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেন। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংকে বৃদ্ধি করার জন্য জন্য তাঁর সরকারের গৃহীত পদক্ষেপগুলির প্রসঙ্গে তিনি বলেন, “একটি সংস্কারবাদী সরকার, ক্রমবর্ধমান উৎপাদন ভিত্তি এবং একটি উচ্চাকাঙ্ক্ষী প্রযুক্তি-সচেতন বাজার দেশে চিপ উৎপাদনের জন্য ‘3-ডি পাওয়ার’ প্রদান করে।”

আরও পড়ুন: “আমি এটা দেখতে চাই না….”, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় প্রতিক্রিয়া সৌরভের! স্পষ্ট জানালেন….

প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও বলেন, আজকের ভারত বিশ্বের আস্থা অর্জন করেছে । যখন চলার পথ কঠিন হয়ে যায়, তখন ভারতের ওপরে ভরসা রাখুন। সেমিকন্ডাক্টর উৎপাদনে ইতিমধ্যেই ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রকল্প পাইপলাইনে রয়েছে।

আরও পড়ুন: “বাপ কা বেটি….”, রিলায়েন্সের এই ব্যবসায় ঝড় তুললেন ইশা আম্বানি! ইজরায়েলি ফার্মের সাথে হল বড় চুক্তি

ইলেকট্রনিক্স সেক্টর সম্পর্কে মোদী (Narendra Modi) বলেন যে, “ভারতের লক্ষ্য হল ইলেকট্রনিক্স উৎপাদনের পুরো কাজ ভারতে করা। আজ ভারতের ইলেকট্রনিক্স সেক্টরের মূল্য ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি। এই দশকের শেষ নাগাদ আমরা আমাদের ইলেকট্রনিক্স সেক্টরকে ৫০০ বিলিয়ন ডলারের বেশিতে নিয়ে যেতে চাই।” যেখানে ৬০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর