বাংলা হান্ট ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। বর্তমান রাষ্ট্রনেতাদের মধ্যে তিনিই সবচেয়ে জনপ্রিয়। নানা দেশেই তাঁর সুনাম রয়েছে। এমনকি চিনেও (China) তার বেশ জনপ্রিয়তা। আমেরিকার কূটনীতি বিষয়ক ম্যাগাজ়িন ‘দ্য ডিপ্লোম্যাট’-এর প্রতিবেদন অনুযায়ী, চিনা নাগরিকদের মধ্যে মোদির জনপ্রিয় মারাত্মক। সেখানে নাকি তাঁকে ‘মোদি লাওক্সিয়ান’ নামে ডাকা হয়। যার অর্থ ‘মোদি অমর’।
ভারত এবং চিনের মধ্যে কূটনৈতিক ঝামেলা লেগেই রয়েছে। উত্তরের সীমান্ত নিয়ে মাঝেমধ্যেই দুই দেশের মধ্যে সমস্যা দেখা দেয়। সীমান্তে সংঘর্ষের ঘটনাও ঘটে প্রায়ই। ২০২০ সালে গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় সেনাদের উপর হামলা চালায় চিনের লাল ফৌজ। সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের প্রাণ যায়। ৪০ জন চিনা সেনারও মৃত্যু হয়। তবে সীমান্তে অশান্তি সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী চিনে বেশ ভালোই জনপ্রিয় বলে দাবি ওই ম্যাগাজিনের।
‘দ্য ডিপ্লোম্যাট’-এ প্রকাশিত মোদি সংক্রান্ত প্রতিবেদনটির নাম ‘ভারত সম্পর্কে চিনের কী মনোভাব?’ ইংরেজিতে, হাউ ইন্ডিয়া ইজ় ভিউড ইন চায়না? চিনের জনপ্রিয় একটি সমাজমাধ্যমের সাংবাদিক মু চুনশান সেই প্রতিবেদনে জানান, চিনের অধিকাংশ মানুষ মনে করেন, মোদির নেতৃত্বেই ভারত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবে।
চুনশান বলেন, ‘চিনের সমাজমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী মোদির সুন্দর একটি ডাকনাম রয়েছে। তা হল, ‘মোদি লাওক্সিয়ান’। লাওক্সিয়ান কথার অর্থ, এক প্রবীণ ব্যক্তি যিনি অমর। তাঁর বেশ কিছু অলৌকিক ক্ষমতাও রয়েছে। মোদিকে এই নাম দেওয়ার অর্থ, চিনের নেটাগরিকেরা মনে করেন, মোদি আর পাঁচ জন রাষ্ট্রনেতার চেয়ে আলাদা।’’
মোদির পোশাক, বাহ্যিক ভাবমূর্তিতে ‘লাওক্সিয়ান’-এর সঙ্গে মিল খুঁজে পান চিনের নাগরিকরা। তা ছাড়া, তাঁরা এ-ও দেখেছে, মোদির কিছু কিছু নীতি ভারতের প্রাক্তন রাষ্ট্রপ্রধানদের চেয়ে একেবারে আলাদা। রাশিয়া, আমেরিকা-সহ বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে মোদির নেতৃত্বে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা-ও তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করেন চিনের মানুষ।