সফরের দ্বিতীয় দিনেই ধামাকা! বাংলাকে ১৫০০০ কোটি টাকার উপহার মোদীর! ভোটের আগে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Loksabha Vote) আগে আজ বাংলায় মোদীর দ্বিতীয় দিন। আরামবাগের পর আজ কৃষ্ণনগর (Krishnanagar)। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের এই আসন ছিনিয়ে নিতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। আর সেই আসনকে পাখির চোখ করেই প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্বাচনী জনসভাটি হচ্ছে কৃষ্ণনগরেই। শনিবার সেখানের রাঙা মাটিতে দাঁড়িয়েই ১৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ লোকসভা ভোটের আগে রীতিমতো ধামাকা।

শনিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছন প্রধানমন্ত্রী৷ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দাঁড়িয়ে বাংলায় ১৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। এদিন মঞ্চে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন পুরুলিয়ায় দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ধাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি ৬৫০ কোটি টাকা ব্যয়ে তৈরী হওয়া মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশনে ফ্লু গ্যাস ডিসালফিউরাইজেশন (এফজিডি) সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি ১ হাজার ৯৮৬ কোটি টাকায় নির্মিত এনএইচ-১২-এর ১০০ কিলোমিটার দীর্ঘ ফারাক্কা-রায়গঞ্জ সেকশনের চার-লেনের উদ্বোধনও সারলেন প্রধানমন্ত্রী। এদিন একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করেন মোদী।

prime minister narendra modi

আরও পড়ুন: ‘রাজনীতির কথা কম, গল্প হল বেশি!’ রাজ ভবনে মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরে ফুরফুরে মেজাজে মমতা

ফরাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত ৪ লেন জাতীয় সড়ক উদ্বোধন, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ রেলপথ প্রকল্পের উদ্বোধনও হয় এদিন। আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন লাইন, বাজারসৌ-আজিমগঞ্জ ডবল লাইন সহ একাধিক প্রকল্পের সূচনা হল প্রধানমন্ত্রীর হাত ধরে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর