দিল্লির ভোট নয়, রয়েছে অন্য কারণ! মহাকুম্ভে কেন বুধবারই পুণ্যস্নান করলেন মোদী? জানলে হবেন “থ”

বাংলাহান্ট ডেস্ক : দিল্লির মসনদে আগামী পাঁচ বছর ক্ষমতায় কোন রাজনৈতিক দল থাকবে? শুরু হয়ে গিয়েছে ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া। আজ বিধানসভা নির্বাচন দিল্লিতে। সকাল ৭টা থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একদিকে আপ, অন্যদিকে নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিজেপি, আরেক দিকে কংগ্রেস। রীতিমতো ত্রিমুখী লড়াই চলছে দিল্লিতে।

মহাকুম্ভে হাজির নমো (Narendra Modi)

এরই মধ্যে বড় খবর! প্রয়াগরাজে পুণ্যস্নান করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বুধবার সকালেই মহাকুম্ভে বোটে করে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই বেশ কয়েকবার ডুব দিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সঙ্গমের স্নান করে চারিদিকে নমস্কার করেন তিনি।

আরোও পড়ুন : এবার SBI-তে কর্মখালি! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

ওই স্থানে দাঁড়িয়ে নিজের কাছে থাকা রুদ্রাক্ষের মালা জপ করেন। এদিন গেরুয়া বসনে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের মতে, আজ দিল্লিতে নির্বাচন চলছে। জেনে বুঝেই আজকের দিনটিকে পূণ্য স্নানের দিন হিসেবে বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী।

আরোও পড়ুন : CBI অতীত? এবার আরজি কর মামলার তদন্তভার বদল? কলকাতা হাইকোর্টে যা হল…

ভোটারদের প্রভাবিত করার জন্যই ত্রিবেনী বক্ষের স্নান করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। যদিও প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, নমোর পুণ্যস্নানের সঙ্গে রাজনৈতিক সংযোগ নেই। তবে হঠাৎ আজকের দিনটিকে কেন পূণ্য স্নানের দিন হিসেবে বেছে নিলেন প্রধানমন্ত্রী? বিরোধীদের করা একের পর এক অভিযোগ রীতিমতো উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

Narendra Modi in Maha Kumbh.

আজকের দিনটি বিশেষ, নেপথ্যে রয়েছে এক অন্য মাহাত্ম্য। বিজেপি সূত্রে জানা গেছে, আজ মাঘী অষ্টমী তিথি পড়েছে। মহাভারতের কাহিনী বলছে, ভীষ্ম প্রাণ ত্যাগ করেছিলেন আজকের দিনেই। তাইতো পুণ্যস্নানের দিন হিসেবে আজকের দিনটি বেছে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর