বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi-India) ‘মেড ইন ইন্ডিয়া’র স্বপ্ন পূরণের লক্ষ্যে গত কয়েক বছর একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এবার ‘মেড ইন ইন্ডিয়া’ এমআরআই মেশিন তৈরি করে ফেলল ভারত (India)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি TV9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-এর শীর্ষ সম্মেলনের মঞ্চে জানালেন এমনটাই।
এমআরআই মেশিন নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর (Narendra Modi-India) মন্তব্য
WITT মঞ্চ থেকে এই বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “ভারতের উৎকর্ষতার এক নয়া দিক আজ দেখতে পাচ্ছি আমরা। আমাদের কাছে এতদিন ছিল বিদেশি এমআরআই মেশিন। এবার ভারতে নিজস্ব MRI মেশিন তৈরি হলে, পরীক্ষার খরচ অনেকটাই কমবে।” এদিন প্রধানমন্ত্রী জানান, বেশ কিছুদিন ধরেই ভারতে এমআরআই মেশিন তৈরির প্রক্রিয়া চলছিল।
আরও পড়ুন : বিপুল টাকার ঘুষ! চরম দুর্নীতি রাজ্যে, তল্লাশিতে ১১.৬৪ কোটির “ক্যাশ” উদ্ধার ইডির, শুরু হইচই
পাশাপাশি নমো জানান যে তার কাছে ইতিমধ্যেই খবর এসেছে, সফলভাবে ভারত প্রথম এমআরআই মেশিন তৈরির প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভারতের উৎপাদনশীলতা সম্পর্কে বলতে গিয়ে এদিন মোদি বলেন, “আগে ভারতের পরিচিতি বিশ্বের কাছে সম্পূর্ণ ভিন্ন ছিল। ভারতকে ‘বিশ্ববাজারের’ চোখে দেখত গোটা বিশ্ব। তবে আজ সেই একই বিশ্ব ভারতকে দেখছে উৎপাদন কেন্দ্র হিসাবে। এই সাফল্যের উদাহরণ রয়েছে প্রতিটি ক্ষেত্রেই।”
আরও পড়ুন : ভূস্বর্গে গুলির লড়াই! “সাফাইয়া” অভিযানে নামল সেনা, খতম দুই জঙ্গি, উদ্ধার এক পুলিশকর্মীর দেহ
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ভারতে (India) তৈরি MRI মেশিন চিকিৎসা প্রযুক্তিতে ভারতকে স্বনির্ভর করতে নয়া দিশা দেখাবে। চিকিৎসা খরচ ও আমদানিকৃত মেডিকেল সরঞ্জামের উপর নির্ভরতা কামাতে এই উদ্যোগ। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রের ৮০-৮৫ শতাংশ প্রয়োজনীয় সরঞ্জাম ভারতকে আমদানি করতে হয় বিদেশ থেকে।
তবে প্রধানমন্ত্রীর (Narendra Modi-India) আশা, ভারতের মাটিতে এমআরআই মেশিন তৈরি হলে অনেকটাই কমবে আমদানির পরিমাণ। দিল্লি এইমসের পরিচালক চিকিৎসক এম. শ্রীনিবাসের কথায়, বিদেশ থেকে আমদানি করতে হয় ক্রিটিক্যাল কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার, আইসিইউ, রোবোটিক্স, এমআরআই-সহ সমস্ত সরঞ্জাম। তবে প্রযুক্তি ক্ষেত্রে ভারত কতটা অগ্রসর হতে পেরেছে, তার বড় উদাহরণ ভারতের মাটিতে তৈরি নয়া এমআরআই মেশিন।