ভারত-রাশিয়া সম্পর্কের নতুন সূচনা! পুতিনকে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী মোদী, হবে ঐতিহাসিক আলোচনা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারত (India) সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে ক্রেমলিনের আধিকারিক ইউরি উশাকভ একটি ব্রিফিংয়ের সময় জানান যে পুতিনের সফরের তারিখগুলি ২০২৫ সালের প্রথম দিকে নির্ধারণ করা হবে।

পুতিনকে ভারতে (India) আমন্ত্রণ জানালেন মোদী:

এদিকে, এই আমন্ত্রণের পেছনে মূল উদ্দেশ্য হল ভারত (India) ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও জোরদার করা। প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যবসা, প্রতিরক্ষা এবং জ্বালানি ক্ষেত্রে রাশিয়া ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে সহযোগিতা রয়েছে।

Narendra Modi invited Vladimir Putin to India.

এই সফর উভয় দেশের নেতৃত্বদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনার সুযোগ দেবে। পুতিন এবং মোদীর মধ্যে ইতিমধ্যেই একটি চুক্তি হয়েছে যে, তাঁরা নিয়মিত বিরতিতে দেখা করবেন। এই সফর সেই চুক্তির অংশ। যেটি ভারত (India) ও রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: সমস্ত জল্পনার অবসান! দেড় কোটির রাহানের ওপরেই রইল ভরসা, ক্যাপ্টেন ঠিক করে ফেলল নাইট শিবির

বিশ্বব্যাপী চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে: জানিয়ে রাখি যে, ভারত (India) এবং রাশিয়া উভয়ই বিশ্বব্যাপী স্তরে একাধিক বিষয়ে একই অবস্থান গ্রহণ করেছে। তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই সফরে ইউক্রেনের সংঘাত থেকে শুরু করে, জ্বালানি সঙ্কট এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মতো বিষয় নিয়েও আলোচনা হতে পারে। এমন পরিস্থিতিতে ভারত ও রাশিয়ার মধ্যে এই পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে উভয় দেশের অবস্থানকে শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: এবার গোটা বিশ্বকে চমকে দেবে যোগী সরকার! এই শহরে হবে সেমিকন্ডাক্টর হাব, তৈরি ৮,৫০০ কোটির প্ল্যান

শক্তিশালী অংশীদারিত্বের প্রতীক: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পুতিনের ভারত (India) সফর উভয় দেশের জন্য কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হতে পারে। এই সফর থেকে এটাও স্পষ্ট হবে যে ভারত এবং রাশিয়া শুধুমাত্র ঐতিহ্যগত সহযোগিতা বজায় রাখার জন্য নয় বরং এটিকে নতুন ক্ষেত্রে প্রসারিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি এখন ভারতীয় বিদেশ নীতির এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর