বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় (west bengal) আসা মানায় না, বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম (firhad hakim)। তাঁর কথায়, নির্বাচন আসছে বলেই বারবার বাংলায় আসাটা মানায় না প্রধানমন্ত্রীর। এখন তো আবার নেতাজির কথাও মনে পড়ছে তাঁর!
রবিবার হলদিয়ায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে গত ২৩ শে জানুয়ারি ভিক্টোরিয়ায় আয়োজিত অনুষ্ঠানে ,নেতাজির ১২৫ তম জন্ম বার্ষিকী উদযাপনেও কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর এভাবে বারবার বাংলায় আসা নিয়ে কটাক্ষা করলেন ফিরহাদ হাকিম।
বৈদপুর গ্রাম পঞ্চায়েত এবং আন্টিলা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ও এলাকার বিধায়ক অরুণাভ সেনের তত্ববাধানে বাগনানের আন্টিলাতে রূপনারায়ণ ও দামোদর নদের পার্শ্ববর্তী এলাকায় একটি ৭ কিলোমিটার দীর্ঘ ইকো পার্ক তৈরি করা হয়েছে। রবিবার এই পার্কের শুভ উদ্বোধন করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেন, ‘দিল্লীতে একদিকে কৃষক আন্দোলনে আমাদের দেশের অন্নদাতা কৃষকরা রোজ প্রাণ হারাচ্ছেন, আর অন্যদিকে ঘুরে ঘুরে রাজনীতি করে যাচ্ছেন। ভোট আসছে বলেই বারবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। আবার নেতাজির কথাও একটু বেশি করেই মনে পড়ছে তাঁর’।
এরপর প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘আমরা এর আগেও বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ীকে দেখেছি। কই তাঁকে তো এতোটা নীচে নামতে দেখিনি। এমন প্রধানমন্ত্রীকে আমাদের দেখতে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। সরকারী অনুষ্ঠানে অবশ্যই প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু এভাবে নির্বাচনের আগে বাংলায় বারবার আসাটা প্রধানমন্ত্রীকে ঠিক মানায় না’।