বাংলা হান্ট ডেস্ক : তুলকালাম বিশ্ব রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) থেকে জো বাইডেনের (Joe Biden) অটোগ্রাফ চাওয়ার বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে দেশ-বিদেশ জুড়ে। এরই মধ্যে মোদির জনপ্রিয়তার আরও উদাহরণ প্রকাশ্যে এল। ‘মর্নিং কনসাল্ট’ (Morning Consult) নামক এক সংস্থার একটি সাম্প্রতিক সমীক্ষায় দাবি করা হয়েছে, তাবড় বিশ্বনেতাদের মধ্যে নরেন্দ্র মোদি সবথেকে জনপ্রিয়।
সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদির গ্রহণযোগ্যতা ৭৮ শতাংশ। অন্য যেকোনও দেশের রাষ্ট্রপ্রধানের থেকে এই শতাংশের হার অনেক বেশি। সমীক্ষায় দাবি করা হয়েছে, বিশ্বের ২২টি বড় গণতন্ত্রের মধ্যে মাত্র চারটি দেশেই সেদেশের প্রধানদের গ্রহণযোগ্যতা ৫০ শতাংশের বেশি। মূলত বিভিন্ন জনমুখী প্রকল্পের কারণেই মানুষের মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে মোদির গ্রহণযোগ্যতা এত বেশি।
ঘরোয়া জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রীর মোদির পরেই তালিকায় রয়েছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট, মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এই চার নেতারই নিজেদের দেশে গ্রহণযোগ্যতা ৫০ শতাংশের বেশি।
ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির গ্রহণযোগ্যতা ৪৯ শতাংশ, জো বাইডেনের গ্রহণযোগ্যতা ৪২ শতাংশ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গ্রহণযোগ্যতা ৩৯ শতাংশ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলৎজের জনপ্রিয়তা ৩৪ শতাংশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের গ্রহণযোগ্যতা মাত্র ৩৩ শতাংশ।
রিপোর্টে আরও জানা যাচ্ছে, জাপানে সদ্য সমাপ্ত কোয়াড বৈঠকে মোদির জনপ্রিয়তার কথা বলেছিলেন জো বাইডেন। মোদিকে বাইডেন বলেন, ‘আপনি গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছেন গণতন্ত্রের দাম কতটা।’ বাইডেন আরও বলেন, ‘আপনি আমার জন্য সমস্যা তৈরি করে দিয়েছেন। পরের মাসে ওয়াশিংটনে আমরা আপনার সম্মানে একটি ডিনার পার্টির আয়োজন করব। সেই পার্টিতে গোটা দেশের সবাই যেন আসতে চাইছেন। আমাদের টিকিট শেষ হয়ে গিয়েছে। তবে টিকিটের চাহিদা শেষ হয়নি।’