মোদী ৩.০! তৃতীয়বার প্রধানমন্ত্রী নমো, আর কে কে হলেন মন্ত্রী? দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্ক: তৃতীয়বারের জন্য ভারতের (India) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবারই মহাসমারহে অনুষ্ঠিত হচ্ছে তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান। ২০১৪ সালে প্রথমবার দেশের মসনদে বসেন প্রধানমন্ত্রী। তারপর ২০১৯ এবং ২০২৪-এও তিনি ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও, এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী দীর্ঘ টালবাহানা শেষে নতুন উদ্যমে আবারও ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পথ চলা শুরু করলেন নরেন্দ্র মোদী।

এদিকে, এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিল্লি রাইসনা হিলসে উপস্থিত হয়েছেন দেশ-বিদেশের প্রথম সারি নেতৃত্বরা এবং বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল “প্রচন্ড” এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

Narendra Modi is the Prime Minister for the third time.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রবিবার প্রধানমন্ত্রী সহ মোট ৭১ জন মন্ত্রী শপথ গ্রহণ করবেন। সমগ্র মন্ত্রীদের মধ্যে ২৭ জন OBC, ১০ জন SC এবং ৫ জন ST সম্প্রদায়ের মন্ত্রী রয়েছেন। উল্লেখ্য যে, তৃতীয়বারের মোদী সরকারে মন্ত্রীদের মধ্যে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহানের মতো নেতৃত্বরা রয়েছেন।

আরও পড়ুন: “ভারতের পাশাপাশি পাকিস্তানের জন্যও ভালো প্রধানমন্ত্রী মোদী”, প্রশংসায় পঞ্চমুখ পাক ব্যবসায়ী

কারা নিলেন শপথ: পাশাপাশি, রয়েছেন নির্মলা সীতারামণ, এস জয়শঙ্কর, এইচ ডি কুমারস্বামী, পীয়ুষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জীতেন রাম মাঝি, রাজীব রঞ্জন সিং, সর্বানন্দ সোনেওয়াল, বীরেন্দ্র কুমার, রামমোহন নাইডু, প্রহ্লাদ জোশি, জুয়েল ওরাম, গিরিরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখাওয়াত, শ্রীমতি অন্নপূর্ণা দেবী, কিরেন রিজ্জু, হারদীপ সিং পুরী, ড: মানসুখ মান্ডবীয়, জি. কিশান রেড্ডি, চিরাগ পাসোয়ান, সি. আর. পাটিল এবং মনোহর লাল খট্টর।

আরও পড়ুন: মেগা পরিকল্পনা! ভবিষ্যতে দেশে চলবে না পেট্রোল-ডিজেল গাড়ি, স্পষ্ট জানালেন নীতিন গড়করি

প্রতিমন্ত্রী: রাও ইন্দ্রজিৎ সিং, ড: জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপরাও গণপতরাও যাদব, জয়ন্ত চৌধুরী, জিতেন প্রসাদ, শ্রীপদ নায়েক, পঙ্কজ চৌধুরী, কৃষ্ণ পাল, রামদাস আঠাওলে, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, শ্রীমতি অনুপ্রিয়া প্যাটেল, ভি. সোমন্না, চন্দ্র শেখর পেম্মাসানি, এস.পি. সিং বাঘেল, শোভা করন্দলাজে, কীর্তিবর্ধন সিং, পি. এল. ভর্মা, শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, ড: এল মুরুগান, অজয় টামটা, বন্দী সঞ্জয় কুমার, কমলেশ প্যাসোয়ান, ভগীরথ চৌধুরী, সতীশ চন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রনবিত সিং বিট্টু, দুর্গাদাস উইকে, রক্ষা নিখিল খাড়শে, সুকান্ত মজুমদার, সাবিত্রী ঠাকুর, টোখান সাহু, রাজভূষণ চৌধুরী, ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা, হর্ষ মালহোত্রা, নিমুবেন বাম্ভানিয়া, মুরলীধর মোহল, জর্জ কুরিয়েন, পবিত্র মার্গেরিটা,

 

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর