প্যাকেজের নামে সাদা পাতা এবং হেডলাইন দিয়ে ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীঃ পি চিদাম্বরম

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের তৃতীয় দফায় মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশকে করোনা পরবর্তী আর্থিক সংকট থেকে মুক্ত করবার জন্য ২০ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা করেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর এই  ঘোষিত আর্থিক প্যাকেজ যে খুব একটা মনে ধরেনি বিরধীদের, তা স্পষ্টই বুঝিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P. Chidambaram)।

chidu 1566300609

একটা হেডলাইন আর সাদা পাতা রেখেছে মোদী
প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজের বিষয়ে অভিযোগ করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, আর্থিক প্যাকেজ ঘোষণার নাম করে প্রধানমন্ত্রী একটা হেডলাইন এবং একটা সাদা পাতা রেখে দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া ফাঁকা পাতা পূরণের দায়িত্ব নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এমনটা আশা রাখছেন তিনি।

আর্থিক প্যাকেজ ঘোষণার বিষয়ে নজর রাখেন চিদাম্বরম
পরিযায়ী শ্রমিকদের বিষয়েও প্যাকেজে কি ঘোঘণা করা হয়, সেদিকেও লক্ষ্য রেখেছিলেন তিনি। সেই কারণে তিনি মঙ্গলবার রাতে কোন রকম প্রতিক্রিয়া দেননি। এবং প্রধানমন্ত্রীর ঘোষিত এই আর্থিক প্যাকেজের মাধ্যমে সমাজের কোন শ্রেণীর মানুষ কি পরিমাণে পাচ্ছে, তাও খুটিয়ে দেখবেন তিনি বলে জানিয়েছিলেন।

রিজার্ভ ব্যাংকের সাথে যুক্ত রয়েছে
রিজার্ভ ব্যাংকের ঘোষণা করা ১.৭৪ লক্ষ কোটি অর্থ প্রধানমন্ত্রী ঘোষণা করা প্যাকেজের সাথে আগে থাকতেই যুক্ত ছিল। এরপরই বুধবার সমাজের নিম্নশ্রেণীর পাশাপাশি উচ্চশ্রেণীর মানুষদের জন্য কথা মাথায় রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এক সাংবাদিক বৈঠকও আয়োজিত হয়।


Smita Hari

সম্পর্কিত খবর