টুইটারে ব্লুটিক হারালেন নরেন্দ্র মোদি! শোরগোল চারিদিকে, জানুন এর আসল কারণ

বাংলাহান্ট ডেস্ক : নিজের টুইটার হ্যান্ডেলে ‘ব্লু টিক’ হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এলন মাস্ক টুইটার কেনার পর থেকেই ব্লু টিক নিয়ে চর্চা অব্যাহত ছিল। দিন কয়েক আগেই নির্দিষ্ট কিছু সমস্যার জন্য এই ফিচার তুলে নেয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থাটি। আবার সপ্তাহ খানেক আবারও ব্লু টিক ফিরে এল টুইটারে। এরই সঙ্গে আসে নতুন একাধিক টিক ফিচার। টুইটারে নীল, সোনালী ও ধূসর টিক চালু করার কথা আগেই জানিয়েছিলেন টুইটারের নতুন মালিক এলন মাস্ক।

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টে ধুসর টিক পড়ে যাওয়ায় বিশ্ব জুড়ে শুরু হয়েছে হইচই। তবে এই বিষয়ে মোদি নিজে অথবা তাঁর পিএমও থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি এই বিষয়ে। জানা যাচ্ছে, প্রায় চার লক্ষেরও বেশি অ্যাকাউন্টে নীল টিক রয়েছে, যেগুলি তারকা, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের। তবে এবার নীল টিকগুলি কেবল তারকাদের জন্যই সীমাবদ্ধ থাকবে না, বরং যে কোনও সাধারণ ব্যক্তিই নীল টিকের মালিক হতে পারবেন। এছাড়াও কেউ যদি কোনও ভেরিফাইড প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, তবে সেই প্রতিষ্ঠানের একটি লোগো ছোট আকারে তাঁর অ্যাকাউন্টে থাকতে হবে। সেই ব্যক্তি সত্যিই কোনও ভেরিফাইড প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করার পরই নীল টিক পাবেন তিনি। এই যাচাই করার পর্বটি সম্পন্ন হবে টুইটার-কর্তৃপক্ষের পক্ষ থেকে।

   

জানা যাচ্ছে, নীল রঙ থাকবে সাধারণ ব্যক্তিদের জন্য। নতুন দুই রঙের মধ্যে, ধূসর হবে সরকারি প্রতিষ্ঠানের জন্য এবং সোনালী হবে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য। ব্যক্তি, সরকারি অ্যাকাউন্ট এবং কোম্পানিগুলিকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য এই কালার-কোডেড ভেরিফিকেশনও চালু করা হয়েছে। এই ভেরিফিকেশনের ফলে পুরনো নিষিদ্ধ অ্যাকাউন্টগুলিরও আবার ফিরে আসার সুযোগ পাবে, যদি না তারা কোনও স্প্যামের সঙ্গে যুক্ত থাকে।

অতীতে কোনও কারণে যদি একটি অ্যাকাউন্টটি ব্লক করা হয়ে থাকে, তাহলে সেটির নীল টিক পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। নিষিদ্ধ অ্যাকাউন্টের তালিকায় রয়েছে কেটি হপকিন্স এবং ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ ব্যাননের অ্যাকাউন্ট। এলন মাস্ক 8 ডলারের বিনিময়ে ভেরিফাইড নীল টিক চালু করার পর পুরো সামাজিক মাধ্যম ছেয়ে যায় নকল ভেরিফায়েড অ্যাকাউন্টের স্ক্রিনশটে। এবার সবগুলি অ্যাকাউন্টই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফায়েড না হয়ে আলাদাভাবে যাচাই করে টুইটার-কর্তৃপক্ষের তরফে ভেরিফাই করা হবে। আর তার জন্যই এই পরিবর্তন।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর