বাংলাহান্ট ডেস্কঃ ‘আত্মনির্ভর ভারত স্বয়ংসম্পূর্ণ গোয়া’ যোজনার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে, শনিবার সকাল ১১ টায় এক ভিডিও বার্তায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। এদিন তাঁর মূল্যবান বক্তৃতার মধ্যে দিয়ে, গোয়া বর্তমানে উন্নয়ন ও সম্মিলিত প্রয়াসের এক মডেল হয়ে উঠেছে- একথাও বলেন প্রধানমন্ত্রী।
গোয়ার উন্নতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘করোনার পাশাপাশি গত ২ বছর গোয়ায় প্রাকৃতিক বিপর্যয় সাইক্লোন ও বন্যার প্রকোপও দেখা গিয়েছে। তবে এই প্রতিকূলতার মধ্যে দিয়েও গোয়াবাসীর সুরক্ষার্থে রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে ত্রাণকার্য চালিয়েছে’।
गोवा यानि आनंद, गोवा यानि प्रकृति, गोवा यानि टूरिज्म।
लेकिन आज मैं ये भी कहूंगा-
गोवा यानि विकास का नया मॉडल।
गोवा यानि सामूहिक प्रयासों का प्रतिबिंब।
गोवा यानि पंचायत से लेकर प्रशासन तक विकास के लिए एकजुटता: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2021
ভ্রমণের দিক থেকে গোয়ার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় পর্যটন শিল্পের অন্যতম কেন্দ্রবিন্দু হল গোয়া। সেই কারণেই ভারতীয় অর্থনীতিতে গোয়ার একটা বড় অবদান রয়েছে। এখানকার গ্রাম এবং শহুর এই দুই ধরনের সংস্কৃতিই অন্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় অর্থনীতিতে। এককথায় আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে যা যা প্রযোজ্য, তার সবকিছুই গোয়ায় রয়েছে’।
Interacting with beneficiaries of the Aatmanirbhar Bharat Swayampurna Goa programme. https://t.co/zJpzCA3RbN
— Narendra Modi (@narendramodi) October 23, 2021
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণ পরিকাঠামোর আধুনিকীকরণের তহবিল বেড়েছে আগের থেকে ৫ গুণ। মহিলাদের জন্য নির্ধারিত প্রকল্পগুলোও এখানে বেশ কার্যকরী। নতুন পরিকাঠামোর ফলে গোয়ায় কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের উপার্জনও অনেক বেশি’।
প্রসঙ্গত, ত্রিপুরার পর টার্গেট এখন গোয়া (goa)। সর্বভারতীয় স্তরে তৃণমূলের মহিমা প্রচার করতে, এবার গোয়াকে লক্ষ্যস্থির করেছে সবুজ বাহিনী। সেইমর্মে আগামী ২৮ শে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবারই গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। ইতিমধ্যেই পুজোর মধ্যে সেখানে একটি দফতরও খুলে ফেলেছে মমতার বাহিনী। চলছে মানুষকে একত্রিত করার কাজও। আর তাঁর এই সফরকে ভীষণই তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল।