এই ইস্যুতে ‘হাইভোল্টেজ’ বৈঠকে বসছেন মোদী-মমতা! ফাঁস দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের সামনে কার্যত দাঁড়াতে পারেনি বিজেপি। ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনেই এবার জোড়াফুল ফুটেছে। এছাড়া কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ‘লড়াই’ তো লেগেই আছে। বকেয়া টাকা নিয়ে প্রায়ই সরব হয় রাজ্য। এমতাবস্থায় ফের একবার মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Narendra Modi-Mamata Banerjee)।

কবে, কোথায় মুখোমুখি হবেন মোদী-মমতা (Narendra Modi-Mamata Banerjee)?

গত বছর ২০ ডিসেম্বর সংসদ ভবনে শেষবারের মতো দেখা হয়েছিল মোদী-মমতার। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ৭ মাস। বিগত এই কয়েক মাসে রাজনীতির আঙিনায় একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে মুখোমুখি হতে পারে প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আগামী ২৭ জুলাই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে। সূত্রের খবর, সেই রসায়নকে সামনে রেখেই মুখোমুখি আসতে পারেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Narendra Modi-Mamata Banerjee)।

   

বৃহস্পতিবার নীতি আয়োগের দফতরে রাজ্যগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে। মোদী (Narendra Modi) এখন নতুন করে নীতি আয়োগের দল গঠন করছেন। অমিত শাহ, নির্মলা সীতারমণ, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান এখানে আছেন। এছাড়া বিশেষ আমন্ত্রিত হিসেবে কমিটিতে রয়েছে এনডিএ জোটের চিরাগ পাসোয়ান, জিতিনরাম মাঝি, এইচডি কুমারস্বামী, রামমোহন নায়ডু, রাজীবরঞ্জন সিং লালন।

আরও পড়ুনঃ ছেলেদের জন্য সুখবর! এবার ১০,০০০ টাকা দেবে সরকার! খুশির হাওয়া রাজ্যে

জানা যাচ্ছে, এবারের বৈঠকের প্রধান থিম হল ‘বিকশিত ভারত-২০৪৭’। এবার সেখানে যদি রাজ্যগুলির মতামত ও সহযোগিতা না পাওয়া যায় তাহলে দেশের বিকাশ সম্ভব নয়, একথা অজানা নয় পিএম মোদীর। তার ওপর আবার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। অবিজেপি শাসিত রাজ্যগুলি এখানে থাকবে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Narendra Modi-Mamata Banerjee) দেখা যাবে বলে খবর।

Narendra Modi Mamata Banerjee

এই বৈঠকে বিরোধী জোটের মধ্যে সমন্বয় গড়ে তোলার জন্য ২ দিন আগেই মমতা (Mamata Banerjee) দিল্লি আসবেন বলে শোনা গিয়েছে। সেই সময় আবার সংসদে বাজেট অধিবেশন চলবে। জানা যাচ্ছে, রাজ্যের বকেয়া, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, নয়া ফৌজদারি আইন সহ একাধিক বিষয়ে বৈঠকে সরব হতে পারেন ‘ইন্ডিয়া’ জোটের মুখ্যমন্ত্রীরা। সব মিলিয়ে, আগামী ২৭ জুলাই আয়োজিত হতে চলে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক যে বেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে তা অনুমান করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর