বাংলা হান্ট ডেস্কঃ টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি BJP। কিন্তু তা সত্ত্বেও মোদীর পিএম হওয়া আটকায়নি। NDA-র শরিক দলদের সমর্থন নিয়ে মিলিজুলি সরকার গড়েছেন তিনি। মোদী ৩.০ সরকার গঠনের পর রবিবার ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠান নিয়ে হাজির হলেন তিনি।
লোকসভা নির্বাচনের কারণে বেশ কিছুটা সময় এই অনুষ্ঠান বন্ধ ছিল। ইতিমধ্যেই ‘দিল্লি দখলের লড়াই’ সম্পন্ন হয়েছে। আর তারপরেই দেশবাসীর কাছে ‘মন কি বাত’ নিয়ে হাজির হয়েছেন পিএম মোদী। রবিবার এই অনুষ্ঠান থেকেই ভারতবাসীর কাছে এক বিশেষ আবেদন করলেন তিনি।
এদিন ‘মন কি বাত’এর শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক হল আমাদের সঙ্গে মায়ের সম্পর্ক। আমাদের সবার জীবনে মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। একজন মা নিজের সন্তানকে লালনপালন করার জন্য সব দুঃখ কষ্ট সহ্য করে। প্রত্যেকটি মা নিজের সন্তানকে স্নেহ, মমতা দিয়ে বড় করে তোলে। মায়ের এই ভালোবাসা আমাদের প্রত্যেকের কাছে ঋণের মতো। এই ঋণ কেউ শোধ করতে পারব না’।
আরও পড়ুনঃ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন শ্যুটআউট! বাড়ির সামনেই গুলিবিদ্ধ ব্যক্তি
এরপরেই দেশবাসীর কাছে একটি বিশেষ আবেদন করেন পিএম মোদী। বলেন, ‘আমাদের প্রত্যেককে নিজেদের মায়ের নামে একটি করে গাছ লাগাতে হবে। আমি নিজের মায়ের নামে একটি গাছ লাগিয়েছি। আমাদের প্রত্যেকের জীবনে মায়ের মর্যাদা সর্বাধিক। তাই আমাদের প্রত্যেককে মাতৃভূমিরও যত্ন নিতে হবে’।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকল দেশবাসী এবং এই বিশ্বের সকলের মানুষের কাছে নিজের মায়ের সঙ্গে কিংবা তাঁর নামে একটি গাছ লাগানোর আর্জি জানাচ্ছি। মায়ের স্মরনে অথবা তাঁর সম্মানে গাছ লাগানোর অভিযান দ্রুত এগোচ্ছে দেখে আমি ভীষণ খুশি। মোদী বলেন, ধনী থেকে গরিব, চাকরিজীবী থেকে গৃহবধূ, প্রত্যেকে নিজের মায়ের সম্মানে গাছ লাগাচ্ছে। এর মাধ্যমে প্রত্যেকে নিজের মায়ের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশের সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।