‘ভারত টেকনোলজিক্যাল পাওয়ার হাউস’, মোদীর সঙ্গে বৈঠকে বড় ঘোষণা EU প্রেসিডেন্টের

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য বড় খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভনডের লিয়েন। এদিনের এই বৈঠকে ভারতকে ‘টেকনোলজিক্যাল পাওয়ার হাউস’ বলেই উল্লেখ করেছেন লিয়েন। একই সঙ্গে ইইউ যে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী সেকথাও জানান তিনি।

ট্যুইট করে এদিন পুরো বিষয়টি জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। এদিন ট্যুইটারে তিনি লেখেন, ‘এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারেন ইইউ এর প্রেসিডেন্ট উরসুলা ভনডের লিয়েন৷ ভারত এবং ইইউ এর স্ট্রাটেজিক পার্টনারশিপ খতিয়ে দেখেন দুই প্রধান। এছাড়াও বাণিজ্য, পরিবেশ, ডিজিট্যাল টেকনোলজি ও জনসম্পর্ক আরও মজবুত করতে সহমত পোষণ করেছেন দুজনেই।’

শুধু তাইই নয়, ভারতের সঙ্গে ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিল গড়ে তুলতেও আগ্রহী উরসুলা। এই কাউন্সিল তৈরি হলে ভারত এবং ইউরোপের মধ্যে বাণিজ্য এবং প্রযুক্তি হস্তান্তর আরও সহজ হবে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল। এই মুহুর্তে শুধুমাত্র আমেরিকার সঙ্গেই এহেন কাউন্সিল রয়েছে ইউরোপীয় ইউনিয়নের।

এদিন বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা বলেন, ‘এই বছর ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৬০ তম বর্ষপূর্তি। আজ এই সম্পর্কের গুরুত্ব আরও বেড়েছে। আমরা বর্ধিষ্ণু গণতন্ত্র এবং বৃহৎ অর্থনীতি। কিন্তু আজ আমরা একাধিক চ্যালেঞ্জের মুখে পড়ছি।’ উরসুলার নেতৃত্বে ইইউ এবং ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী নরেন্দ্র মোদীও।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর