বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকা, ফ্রান্স সমেত বিশ্বের শক্তিশালী দেশের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক যে খুবই মধুর তা আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনই হোক আর ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ, দুজনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ বেশ উষ্ণতার সঙ্গেই হয়। G-20 সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ফের বাইডেন ও মাক্রোঁ’র সঙ্গে কথাবার্তা বলেন। ঘনিষ্ঠ বন্ধুর মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঁধে বাইডেনকে হাত দিয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে বুকে টেনে নেন মাক্রোঁ।
আমেরিকা আর ফ্রান্সের রাষ্ট্রপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবিগুলিতে প্রধানমন্ত্রী মোদীকে বাইডেন আর মাক্রোঁ’র সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। একটি ছবিতে বাইডেনের হাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঁধে দেখা যাচ্ছে। সেই ছবি দেখে এটুকু বোঝা যাচ্ছে যে, তাঁদের সম্পর্ক কতটা গভীর হতে পারে।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতালি সফরের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী জি-২০ দেশের নেতাদের সঙ্গে শাখার করেন। প্রধানমন্ত্রী অফিস থেকে ট্যুইট করে লেখা হয়। ‘জি-২০ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।”
PM @narendramodi interacting with leaders during the @g20org Summit in Rome. pic.twitter.com/YsQHpl7bMk
— PMO India (@PMOIndia) October 30, 2021
এর আগে ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হোয়াইট হাউসে আমেরিকার রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেন। গত মাসেই প্রধানমন্ত্রী আমেরিকার সফরে গিয়েছিলেন। সেখানে উনি বাইডেন ছাড়াও আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস এবং আমেরিকার বিভিন্ন কোম্পানির সিইও-দের সঙ্গে সাক্ষাৎ করেন।